অনলাইন ডেস্ক
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা।
রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা।
রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৮ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে