অনলাইন ডেস্ক
ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর (২২) বিক্ষোভে উত্তাল ইরান। বিগত ৭ দিন ধরে চলা বিক্ষোভে বেসরকারি সংগঠনগুলোর হিসাব অনুসারে ৩০ জনেরও বেশি লোক মারা গেছেন। এবার বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছেন সরকারপন্থীরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছে সরকারপন্থীরা। বিপরীতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের নীতি পুলিশের বিলোপ চেয়ে বিক্ষোভরতদের বিক্ষোভ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাঁরা প্রয়োজন হলে বিক্ষোভকারীদের মাঠ থেকে সরাতে তাদের মুখোমুখি হবে।
আজকের মিছিলে সরকারপন্থী মিছিলকারীরা বিক্ষোভকারীদের ‘ইসরায়েলের সৈনিক’ বলে আখ্যা দিয়েছে। এ সময় মিছিলকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেয়। মিছিলকারীরা এ সময়, ‘কোরআন অবমাননাকারীদের অবশ্যই কতল করতে হবে’—বলেও স্লোগান দেয়। ইরানে সাধারণত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাধারণ শত্রু বলে বিবেচনা করা হয়।
এদিকে, ইরানের সশস্ত্রবাহিনী বিক্ষোভকারীদের ইসলামিক শাসনতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত শয়তানি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘শত্রুরা এই মরিয়া কর্মকাণ্ডগুলো কেবলই ইসলামি শাসনকে দুর্বল করার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যাওয়া ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি ‘হৃদ্রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাশা আমিনির পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্রোগ ছিল না।
ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর (২২) বিক্ষোভে উত্তাল ইরান। বিগত ৭ দিন ধরে চলা বিক্ষোভে বেসরকারি সংগঠনগুলোর হিসাব অনুসারে ৩০ জনেরও বেশি লোক মারা গেছেন। এবার বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছেন সরকারপন্থীরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছে সরকারপন্থীরা। বিপরীতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের নীতি পুলিশের বিলোপ চেয়ে বিক্ষোভরতদের বিক্ষোভ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাঁরা প্রয়োজন হলে বিক্ষোভকারীদের মাঠ থেকে সরাতে তাদের মুখোমুখি হবে।
আজকের মিছিলে সরকারপন্থী মিছিলকারীরা বিক্ষোভকারীদের ‘ইসরায়েলের সৈনিক’ বলে আখ্যা দিয়েছে। এ সময় মিছিলকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেয়। মিছিলকারীরা এ সময়, ‘কোরআন অবমাননাকারীদের অবশ্যই কতল করতে হবে’—বলেও স্লোগান দেয়। ইরানে সাধারণত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাধারণ শত্রু বলে বিবেচনা করা হয়।
এদিকে, ইরানের সশস্ত্রবাহিনী বিক্ষোভকারীদের ইসলামিক শাসনতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত শয়তানি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘শত্রুরা এই মরিয়া কর্মকাণ্ডগুলো কেবলই ইসলামি শাসনকে দুর্বল করার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যাওয়া ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি ‘হৃদ্রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাশা আমিনির পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্রোগ ছিল না।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে