অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় হামলা তীব্রতর করেছে ইসরায়েলি বাহিনী। গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে বিমান হামলায় পাঁচ মাস বয়সী শিশুসহ অন্তত ১৩ জন নারী নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংস হয়েছে রাফাহের একটি আবাসিক ভবন।
নুসেইরাত শরণার্থীশিবিরের ওই ঘরে আশ্রয় নিয়েছিল প্রায় ২১ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ছিল—পাঁচ মাস বয়সী শিশু জেইনা ও ছয় বছর বয়সী ওমর।
নিহত এক শিশুর দাদা সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ওই ঘরের মধ্যে এখন শুধু তিনিই জীবিত আছেন। তিনি বলেন, ‘গাজায় এখন আর কোনো নিরাপদ স্থান নেই। এক ইঞ্চি জায়গাও এখানে নিরাপদ নয়। ইসরায়েলিরা মিথ্যা বলছে। আমাদের বলা হয়েছিল গাজার উত্তরাঞ্চল নিরাপদ। এরপর আমাদের এখানে আশ্রয় নিতে বাধ্য করা হয়। আমরা সবাই বেসামরিক নাগরিক। এই ঘরে যারা ছিল, সবাই ছিল নারী ও শিশু।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক মানবিক আইন বলতে কিছুই নেই। এ সবই মিথ্যা। দুর্বলের বিরুদ্ধে সবল আর নিপীড়িতদের বিরুদ্ধে অত্যাচারীদের সমর্থন দেওয়ার জন্যই এসব নামের সৃষ্টি।’
এদিকে গাজার উত্তরাঞ্চলে অপুষ্টির কারণে এক শিশু ও তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এতে ক্ষুধামৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫।
ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের কর্মীদের কাছ থেকে নির্যাতনের মুখে হামাসের সঙ্গে যোগসূত্রের মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলার পর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় অর্থায়ন পুনর্বহাল করেছে কানাডা ও সুইডেন। হামাসের প্রধান হানিয়ে ইসরায়েল সমর্থকদের গাজায় ‘জঘন্য এ যুদ্ধ’ বন্ধ করার আহ্বান জানানোর পরই যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে মন্তব্য করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৭২ হাজার ৫২৪ জন ফিলিস্তিনি।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় হামলা তীব্রতর করেছে ইসরায়েলি বাহিনী। গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে বিমান হামলায় পাঁচ মাস বয়সী শিশুসহ অন্তত ১৩ জন নারী নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংস হয়েছে রাফাহের একটি আবাসিক ভবন।
নুসেইরাত শরণার্থীশিবিরের ওই ঘরে আশ্রয় নিয়েছিল প্রায় ২১ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ছিল—পাঁচ মাস বয়সী শিশু জেইনা ও ছয় বছর বয়সী ওমর।
নিহত এক শিশুর দাদা সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ওই ঘরের মধ্যে এখন শুধু তিনিই জীবিত আছেন। তিনি বলেন, ‘গাজায় এখন আর কোনো নিরাপদ স্থান নেই। এক ইঞ্চি জায়গাও এখানে নিরাপদ নয়। ইসরায়েলিরা মিথ্যা বলছে। আমাদের বলা হয়েছিল গাজার উত্তরাঞ্চল নিরাপদ। এরপর আমাদের এখানে আশ্রয় নিতে বাধ্য করা হয়। আমরা সবাই বেসামরিক নাগরিক। এই ঘরে যারা ছিল, সবাই ছিল নারী ও শিশু।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক মানবিক আইন বলতে কিছুই নেই। এ সবই মিথ্যা। দুর্বলের বিরুদ্ধে সবল আর নিপীড়িতদের বিরুদ্ধে অত্যাচারীদের সমর্থন দেওয়ার জন্যই এসব নামের সৃষ্টি।’
এদিকে গাজার উত্তরাঞ্চলে অপুষ্টির কারণে এক শিশু ও তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এতে ক্ষুধামৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫।
ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের কর্মীদের কাছ থেকে নির্যাতনের মুখে হামাসের সঙ্গে যোগসূত্রের মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলার পর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় অর্থায়ন পুনর্বহাল করেছে কানাডা ও সুইডেন। হামাসের প্রধান হানিয়ে ইসরায়েল সমর্থকদের গাজায় ‘জঘন্য এ যুদ্ধ’ বন্ধ করার আহ্বান জানানোর পরই যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে মন্তব্য করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৭২ হাজার ৫২৪ জন ফিলিস্তিনি।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করায় ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরে ব্যবহৃত জাহাজ ও বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২১ মিনিট আগেমহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে। রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা
৩০ মিনিট আগেভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
৫ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে