অনলাইন ডেস্ক
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠীটির ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। পশ্চিম জেরুজালেমকে ‘বিপরীতমুখী’ কৌশল নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে মাস্ক বলেন, ‘আপনি যদি গাজায় কারও সন্তানকে হত্যা করেন, তাহলে আপনি হামাসের অন্তত আরও কয়েকটি সদস্য তৈরি করলেন, যারা ইসরায়েলিকে হত্যা করার জন্য মরতেও রাজি।’
টেসলা, স্পেসএক্স ও এক্স (সাবেক টুইটার) প্রধান বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ দলের উদ্দেশ্যই ছিল ইসরায়েলকে নৃশংসতায় উসকে দেওয়া। গাজা ও ফিলিস্তিনের স্বার্থে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ করতে আগ্রাসী প্রতিক্রিয়াকে কাজে লাগাতে চেয়েছে তারা এবং সফলও হয়েছে।
মাস্ক বলেন, ‘আলোচনার জন্য এটি সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি। কিন্তু আমার মনে হয়, দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন চূড়ান্ত উদ্দেশ্য হলে, এটা অবশ্যই ভাবা উচিত যে সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসীর সংখ্যা বাড়ছে না কমছে। একজন হামাস সদস্য মারার বিপরীতে আপনি কয়জন নতুন করে তৈরি করলেন? আপনি যদি মারার চেয়ে তৈরি বেশি করে থাকেন, তবে আপনি সফল হননি।’
গত ৭ অক্টোবর হামাসের আগ্রাসনের ফলে আনুমানিক ১৪০০ ইসরায়েলি মারা যায়। এছাড়া আরও ২০০ জনকে জিম্মি করে নেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনে যুদ্ধ ঘোষণা করেন। তখন থেকে গাজায় অনবরত বোমা বর্ষণ করে চলছে ইসরায়েল।
এরই মধ্যে গাজার সমস্ত ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তাব গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। কেউ কেউ শুধু হামাসকে নির্মূল করার কথা বলছে।
গত শুক্রবার পর্যন্ত গাজায় ১১ হাজারের ও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৭ হাজার ৫০০ জন। মার্কিন প্রেসিডেন্ট এ সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আসল সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
ফ্রিডম্যানের পডকাস্ট সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘কঠিন মনে হলেও বিপরীতমুখী কৌশল এখানে নেওয়া উচিত। আমি ইসরায়েলকে দয়ার সবচেয়ে সুস্পষ্ট কাজটি করার পরামর্শ দেব।’
হামাস নেতাদের নির্মূল করার পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার মাধ্যমে এ গোষ্ঠীটির মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং ওই অঞ্চলে ছড়িয়ে পড়া বিদ্বেষের বিরুদ্ধে কাজ করবে বলে যুক্তি দেন এ ধনকুবের।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠীটির ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। পশ্চিম জেরুজালেমকে ‘বিপরীতমুখী’ কৌশল নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে মাস্ক বলেন, ‘আপনি যদি গাজায় কারও সন্তানকে হত্যা করেন, তাহলে আপনি হামাসের অন্তত আরও কয়েকটি সদস্য তৈরি করলেন, যারা ইসরায়েলিকে হত্যা করার জন্য মরতেও রাজি।’
টেসলা, স্পেসএক্স ও এক্স (সাবেক টুইটার) প্রধান বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ দলের উদ্দেশ্যই ছিল ইসরায়েলকে নৃশংসতায় উসকে দেওয়া। গাজা ও ফিলিস্তিনের স্বার্থে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ করতে আগ্রাসী প্রতিক্রিয়াকে কাজে লাগাতে চেয়েছে তারা এবং সফলও হয়েছে।
মাস্ক বলেন, ‘আলোচনার জন্য এটি সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি। কিন্তু আমার মনে হয়, দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন চূড়ান্ত উদ্দেশ্য হলে, এটা অবশ্যই ভাবা উচিত যে সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসীর সংখ্যা বাড়ছে না কমছে। একজন হামাস সদস্য মারার বিপরীতে আপনি কয়জন নতুন করে তৈরি করলেন? আপনি যদি মারার চেয়ে তৈরি বেশি করে থাকেন, তবে আপনি সফল হননি।’
গত ৭ অক্টোবর হামাসের আগ্রাসনের ফলে আনুমানিক ১৪০০ ইসরায়েলি মারা যায়। এছাড়া আরও ২০০ জনকে জিম্মি করে নেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনে যুদ্ধ ঘোষণা করেন। তখন থেকে গাজায় অনবরত বোমা বর্ষণ করে চলছে ইসরায়েল।
এরই মধ্যে গাজার সমস্ত ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তাব গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। কেউ কেউ শুধু হামাসকে নির্মূল করার কথা বলছে।
গত শুক্রবার পর্যন্ত গাজায় ১১ হাজারের ও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৭ হাজার ৫০০ জন। মার্কিন প্রেসিডেন্ট এ সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আসল সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
ফ্রিডম্যানের পডকাস্ট সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘কঠিন মনে হলেও বিপরীতমুখী কৌশল এখানে নেওয়া উচিত। আমি ইসরায়েলকে দয়ার সবচেয়ে সুস্পষ্ট কাজটি করার পরামর্শ দেব।’
হামাস নেতাদের নির্মূল করার পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার মাধ্যমে এ গোষ্ঠীটির মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং ওই অঞ্চলে ছড়িয়ে পড়া বিদ্বেষের বিরুদ্ধে কাজ করবে বলে যুক্তি দেন এ ধনকুবের।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৩ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৮ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে