অনলাইন ডেস্ক
ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধ আজ মঙ্গলবার চতুর্থ দিনে গড়াল। এই যুদ্ধের জেরে শীর্ষ স্থানীয় অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। তেল আবিবের বিমানবন্দরে অর্ধেকের মতো ফ্লাইট গত রোববার কার্যক্রম চালায়নি। এর মধ্যে গতকাল সোমবার এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা সীমিত করা বিমান সংস্থাগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইনস, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, ডেল্টা এয়ার লাইনস, ইজিপ্ট এয়ার, এমিরাতস, ফিনল্যান্ডের ফিনএয়ার, ডাচ কেরিয়ার কেএলএম, জার্মানির লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, পর্তুগালের টিএপি, পলিশ কেরিয়ার এলওটি, রায়নায়ার ও ইউনাইটেড এয়ারলাইনসের নাম রয়েছে।
রাশিয়া ইসরায়েলে তাদের রাত্রিকালীন ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে ইউএস ফেডারেল অ্যাভিয়েশন, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ও ইসরায়েলের অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে ইসরায়েলের আকাশসীমায় নিরাপদে চলাচল করতে বলেছে। কিন্তু ফ্লাইট বাতিলের মতো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে।
রাশিয়া বলছে, ‘অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি’র কারণে তারা ইসরায়েলগামী ফ্লাইটের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তারা এয়ারলাইনসগুলোকে দিনের বেলা ফ্লাইট চলাচলের সময় ঝুঁকি পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছে।
ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এয়ারলাইনসগুলোর ‘বর্তমান নিরাপত্তা এবং হুমকির তথ্য পর্যালোচনা করা উচিত’। তারা কিছু বিমান চলাচলের রুট পরিবর্তন করার কথাও জানিয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, দেরিতে ফ্লাইট ছাড়াটা প্রত্যাশিত। তারা এয়ারলাইনসগুলোকে সতর্কতা হিসেবে ইসরায়েলে আসার সময় অতিরিক্ত জ্বালানি বহন করার পরামর্শ দিয়েছে।
ভার্জিন আটলান্টিক এয়ার লাইনস জানিয়েছে, তারা কিছু ফ্লাইট চালিয়ে যাবে। তবে গ্রাহকেরা চাইলে তাঁদের টিকিটের জন্য পুনরায় বুক করতে বা ফেরতের অনুরোধ করতে পারেন।
যুক্তরাজ্যের ইজিজেট এয়ারলাইনস তাদের তেল আবিবগামী ফ্লাইট স্থগিত করেছে গত রোববার ও সোমবার। হাঙ্গেরির উইজ এয়ার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল আবিব থেকে আসা ও যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে। আয়গিয়ান, সুইস ও অস্ট্রিয়ান এয়ার লাইনসগুলো ইতিমধ্যে তেল আবিবে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। চীন, হংকং ও দক্ষিণ কোরিয়া থেকে তেল আবিবগামী সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ইসরায়েলের ন্যাশনাল ক্যারিয়ার ই১ এ১ জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর নির্দেশনা অনুযায়ী তারা এখনো তেল আবিব থেকে তাদের ফ্লাইট চালু রেখেছে। তবে বেন গুরিয়ন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে বিমান উড্ডয়ন করছে এখন।
গত শনিবার আকস্মিকভাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে এ সংগঠনটি। শনিবার ভোর থেকে স্থল, জল ও আকাশপথে সমন্বিত হামলা করে তারা। জবাবে ইসরায়েলি সেনারাও নির্বিচারে হামলা চালায় ফিলিস্তিনে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৭০০ জন নিহত হয়েছে।
ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধ আজ মঙ্গলবার চতুর্থ দিনে গড়াল। এই যুদ্ধের জেরে শীর্ষ স্থানীয় অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। তেল আবিবের বিমানবন্দরে অর্ধেকের মতো ফ্লাইট গত রোববার কার্যক্রম চালায়নি। এর মধ্যে গতকাল সোমবার এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা সীমিত করা বিমান সংস্থাগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইনস, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, ডেল্টা এয়ার লাইনস, ইজিপ্ট এয়ার, এমিরাতস, ফিনল্যান্ডের ফিনএয়ার, ডাচ কেরিয়ার কেএলএম, জার্মানির লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, পর্তুগালের টিএপি, পলিশ কেরিয়ার এলওটি, রায়নায়ার ও ইউনাইটেড এয়ারলাইনসের নাম রয়েছে।
রাশিয়া ইসরায়েলে তাদের রাত্রিকালীন ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে ইউএস ফেডারেল অ্যাভিয়েশন, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ও ইসরায়েলের অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে ইসরায়েলের আকাশসীমায় নিরাপদে চলাচল করতে বলেছে। কিন্তু ফ্লাইট বাতিলের মতো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে।
রাশিয়া বলছে, ‘অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি’র কারণে তারা ইসরায়েলগামী ফ্লাইটের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তারা এয়ারলাইনসগুলোকে দিনের বেলা ফ্লাইট চলাচলের সময় ঝুঁকি পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছে।
ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এয়ারলাইনসগুলোর ‘বর্তমান নিরাপত্তা এবং হুমকির তথ্য পর্যালোচনা করা উচিত’। তারা কিছু বিমান চলাচলের রুট পরিবর্তন করার কথাও জানিয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, দেরিতে ফ্লাইট ছাড়াটা প্রত্যাশিত। তারা এয়ারলাইনসগুলোকে সতর্কতা হিসেবে ইসরায়েলে আসার সময় অতিরিক্ত জ্বালানি বহন করার পরামর্শ দিয়েছে।
ভার্জিন আটলান্টিক এয়ার লাইনস জানিয়েছে, তারা কিছু ফ্লাইট চালিয়ে যাবে। তবে গ্রাহকেরা চাইলে তাঁদের টিকিটের জন্য পুনরায় বুক করতে বা ফেরতের অনুরোধ করতে পারেন।
যুক্তরাজ্যের ইজিজেট এয়ারলাইনস তাদের তেল আবিবগামী ফ্লাইট স্থগিত করেছে গত রোববার ও সোমবার। হাঙ্গেরির উইজ এয়ার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল আবিব থেকে আসা ও যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে। আয়গিয়ান, সুইস ও অস্ট্রিয়ান এয়ার লাইনসগুলো ইতিমধ্যে তেল আবিবে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। চীন, হংকং ও দক্ষিণ কোরিয়া থেকে তেল আবিবগামী সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ইসরায়েলের ন্যাশনাল ক্যারিয়ার ই১ এ১ জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর নির্দেশনা অনুযায়ী তারা এখনো তেল আবিব থেকে তাদের ফ্লাইট চালু রেখেছে। তবে বেন গুরিয়ন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে বিমান উড্ডয়ন করছে এখন।
গত শনিবার আকস্মিকভাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে এ সংগঠনটি। শনিবার ভোর থেকে স্থল, জল ও আকাশপথে সমন্বিত হামলা করে তারা। জবাবে ইসরায়েলি সেনারাও নির্বিচারে হামলা চালায় ফিলিস্তিনে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৭০০ জন নিহত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
৪ মিনিট আগেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
২ ঘণ্টা আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
২ ঘণ্টা আগে