অনলাইন ডেস্ক
আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’
সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।
উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।
আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’
সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।
উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্কসবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগে