অনলাইন ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তা ভুল। জার্মান মালিকানাধীন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে।
বাইডেন আরও বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন, ‘আমি ঠিক জানি না, প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি বলতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি এবং তা ইসরায়েলের স্বার্থকে আঘাত করছে—তাহলে তিনি উভয় ক্ষেত্রেই ভুল।’
এ সময় নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তাঁর সরকার যে নীতিমালা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করছে তা তাঁর ব্যক্তিগত নীতি নয়। তিনি বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত নীতি নয়, এগুলো সিংহভাগ ইসরায়েলিদের সমর্থিত নীতি।’
পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় নিহত ৩১ হাজার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সদস্যই ১৩ হাজার। এ সময় তিনি হামাস সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি এমন এক সময়ে এল, যখন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের ৭২ শতাংশেরও বেশি শিশু ও নারী।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০০ জনে। এই সময়ে আহত হয়েছে ৭২ হাজার ৬০০ জনেরও বেশি। তার আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং গোষ্ঠীটি ২৫৩ জনকে জিম্মি করে আনে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তা ভুল। জার্মান মালিকানাধীন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে।
বাইডেন আরও বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন, ‘আমি ঠিক জানি না, প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি বলতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি এবং তা ইসরায়েলের স্বার্থকে আঘাত করছে—তাহলে তিনি উভয় ক্ষেত্রেই ভুল।’
এ সময় নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তাঁর সরকার যে নীতিমালা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করছে তা তাঁর ব্যক্তিগত নীতি নয়। তিনি বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত নীতি নয়, এগুলো সিংহভাগ ইসরায়েলিদের সমর্থিত নীতি।’
পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় নিহত ৩১ হাজার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সদস্যই ১৩ হাজার। এ সময় তিনি হামাস সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি এমন এক সময়ে এল, যখন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের ৭২ শতাংশেরও বেশি শিশু ও নারী।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০০ জনে। এই সময়ে আহত হয়েছে ৭২ হাজার ৬০০ জনেরও বেশি। তার আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং গোষ্ঠীটি ২৫৩ জনকে জিম্মি করে আনে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে