ট্রাম্পের প্রত্যাবর্তনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পোয়াবারো, পশ্চিম তীর দখলের উদগ্র আকাঙ্ক্ষা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৬: ৪৫
পশ্চিম তীরে ইসরায়েলের গিভাত জীভ নামক বসতি। ছবি: এএফপি

সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক হারে বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েলি দখলদারেরা। তবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিছু বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সেই উৎসাহে ভাটা পড়েছে। কিন্তু, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প ফিরে আসায় ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা নতুন করে আশায় বুক বাঁধছেন। আশা করছেন, এবার তারা পশ্চিম তীরকে পুরোপুরি গিলে ফেলে ইসরায়েলে অধিভুক্ত করে নেবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কিছু বসতি স্থাপনকারী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধেছেন যে, এই অঞ্চলে তারা ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেবেন। অথচ, ফিলিস্তিনিরা এখনো পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হিসেবে দেখেন।

বছর দু-এক আগে ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হন বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর নেতৃত্বে কট্টর জাতীয়তাবাদী জোট ক্ষমতায় ফেরার পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতি দ্রুত বিস্তৃত হয়েছে। একই সময়ে, বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সাম্প্রতিক সময়ে, পশ্চিম তীরের জর্ডান উপত্যকার পাহাড়চূড়াগুলোতে কিছু বসতি স্থাপনকারী ইসরায়েলি পতাকা উত্তোলন করেছে। এতে স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ বেড়েছে যে, এসব এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হতে পারে। কারণ, এসব অঞ্চলের অধিকাংশ বসতি স্থাপনকারী ট্রাম্পের বিজয়ের জন্য প্রার্থনাও করেছেন।

পশ্চিম তীরের শিলো বসতিতে চার দশকেরও বেশি সময় ধরে বসবাসরত ইসরায়েল মেদাদ রয়টার্সকে বলেন, ‘আমাদের উচ্চ প্রত্যাশা রয়েছে (ট্রাম্পের প্রত্যাবর্তনকে ঘিরে)। আমরা একরকম উচ্ছ্বসিতই।’ মেদাদের মতো অনেকেই চান পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে নেওয়া হোক।

ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা ট্রাম্পের কয়েকজন মনোনীত কর্মকর্তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে আছেন ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে মাইক হাকাবি। তিনি পশ্চিম তীরকে অধিকৃত এলাকা বলতে অস্বীকার করেন এবং ‘বসতির’ বদলে ‘কমিউনিটি’ শব্দটি ব্যবহার করতে পছন্দ করেন। সোজা কথায় বলতে গেলে, তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে।

গত মাসে, ইসরায়েল সরকারের এক মন্ত্রী ও বসতি স্থাপনকারী সমর্থকেরা—যারা যুক্তরাষ্ট্রের ডানপন্থী খ্রিষ্টানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন—পশ্চিম তীরে ইসরায়েলি রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করার মতো একসময় ‘প্রান্তিক’ বলে বিবেচিত ধারণাটি জনসমক্ষে তুলে ধরছেন। তবে নেতানিয়াহু সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেনি।

যুক্তরাষ্ট্রের সাবেক মধ্যপ্রাচ্য দূত ডেনিস রস বলেছেন, ট্রাম্পের কাছে আব্রাহাম চুক্তি (আব্রাহাম অ্যাকর্ড) সম্প্রসারণই অগ্রাধিকার পাবে। তিনি বলেন, সৌদি আরবের মতো দেশগুলো—যারা বিশ্বের অধিকাংশ দেশের মতোই পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব অস্বীকার করে—চুক্তিতে যোগ দেবে না। তিনি বলেন, ‘ইসরায়েল যদি পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করে, তাহলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা শেষ হয়ে যাবে।’

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইসরায়েলে মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনেন এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ—এই অবস্থান থেকে সরে আসেন। তবে ২০২০ সালে নেতানিয়াহুর অঞ্চল অন্তর্ভুক্তির প্রচেষ্টা ট্রাম্পের ফিলিস্তিন রাষ্ট্র পরিকল্পনার কারণে ব্যাহত হয়।

ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা এখনো পরিষ্কার নয়। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ বলেছেন, তিনি আশা করেন যে—আগামী বছর ট্রাম্প প্রশাসনের সহায়তায় ইসরায়েল পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করতে পারবে।

পশ্চিম তীরের ইহুদি পৌরসভার সংগঠন ইয়েশা কাউন্সিলের প্রধান ইসরায়েল গান্তজ বলেছেন, ‘আমরা আশা করি ট্রাম্প প্রশাসন ইসরায়েল সরকারকে (পশ্চিম তীরকে অধিভুক্ত করা পরিকল্পনায়) এগিয়ে যাওয়ার অনুমতি দেবে।’

তবে এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে ফিলিস্তিনি মুক্তি সংস্থার কর্মকর্তা ওয়াসেল আবু ইউসুফ বলেছেন, ‘ইসরায়েলি সরকারের কোনো পদক্ষেপেই সত্য বদলাবে না। এটি ফিলিস্তিনি ভূমি ছিল, আছে এবং থাকবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত