অনলাইন ডেস্ক
লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।
নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।
আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।
গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।
নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।
আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।
গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
৩০ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
২ ঘণ্টা আগেউত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১১ ঘণ্টা আগে