ব্রাজিলে নববর্ষের আতশবাজি বিস্ফোরণে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ২৩: ৩৬

ব্রাজিলে ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক নারী। দুই সন্তানের মা এলিসাঞ্জেলা তিনেম নামের ওই নারীর শরীরে এসে পড়ার পর আতশবাজির বিস্ফোরণ ঘটে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী ওই নারী সাও পাওলোর প্রাইয়া গ্র্যান্ডের একটি সৈকতে পরিবারের সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করছিলেন। হঠাৎ একটি আতশবাজি তাঁর জামায় এসে পড়ে এবং বিস্ফোরিত হয়। 

ব্রাজিলের নিউজ পোর্টাল জি ওয়ানকে ২০ বছর বয়সী লুইজা ফেরেইরা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সমুদ্রসৈকতে বেশ কয়েকটি লাইসেন্সবিহীন আতশবাজি পোড়ানো হয়েছিল। 

জি ওয়ানকে লুইজা বলেন, ‘আমি মধ্যরাতের দিকে একটা বিশাল আলোর ঝলকানি দেখলাম। ভয়ে মাকে জড়িয়ে ধরলাম, এরপর শুনতে পেলাম সবাই চিৎকার করছে। ঘটনাস্থলে গিয়ে দেখি একজন নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর সঙ্গে থাকা ছেলেটিও মাটিতে পড়ে আছে। বাকিরা দিগ্‌বিদিক ছুটছিল।’

প্রাইয়া গ্র্যান্ড পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্‌যাপনের মধ্যে অনুমোদন ছাড়া আতশবাজি পোড়ানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত