অনলাইন ডেস্ক
কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে মৃত্যু বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে। বন্যার্তদের উদ্ধার অভিযানে ভারতের সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, মৃতদের মধ্যে ২৪ জন আসামের এবং ১৮ জন মেঘালয়ের বাসিন্দা। এই এক সপ্তাহের বন্যায় তাঁদের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত শুক্রবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে। এতে ১০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ত্রিপুরায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবল বৃষ্টি হচ্ছে আগরতলায়ও। সরকারি কর্মকর্তারা বলেছেন, গত ৬০ বছরের মধ্যে আগরতলায় এটি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। আকস্মিক বৃষ্টি ও বন্যায় আগরতলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসামে ৪ হাজারেরও বেশি গ্রাম বন্যায় ডুবে গেছে। ১ লাখ ৫৬ হাজার মানুষকে ৫১৪টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বন্যায় ভেঙে গেছে বেশ কিছু বেড়িবাঁধ, কালভার্ট ও সড়ক।
আসামের হোজাই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। কর্মকর্তারা বলেছেন, সেখান থেকে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তিনজন শিশু এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অরুণাচল প্রদেশেও বন্যা দেখা দিয়েছে। সেখানে সুবানসিরি নদীর পানি বেড়ে গিয়ে একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন বাঁধ ডুবিয়ে দিয়েছে।
কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে মৃত্যু বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে। বন্যার্তদের উদ্ধার অভিযানে ভারতের সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, মৃতদের মধ্যে ২৪ জন আসামের এবং ১৮ জন মেঘালয়ের বাসিন্দা। এই এক সপ্তাহের বন্যায় তাঁদের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত শুক্রবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে। এতে ১০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ত্রিপুরায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবল বৃষ্টি হচ্ছে আগরতলায়ও। সরকারি কর্মকর্তারা বলেছেন, গত ৬০ বছরের মধ্যে আগরতলায় এটি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। আকস্মিক বৃষ্টি ও বন্যায় আগরতলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসামে ৪ হাজারেরও বেশি গ্রাম বন্যায় ডুবে গেছে। ১ লাখ ৫৬ হাজার মানুষকে ৫১৪টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বন্যায় ভেঙে গেছে বেশ কিছু বেড়িবাঁধ, কালভার্ট ও সড়ক।
আসামের হোজাই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। কর্মকর্তারা বলেছেন, সেখান থেকে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তিনজন শিশু এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অরুণাচল প্রদেশেও বন্যা দেখা দিয়েছে। সেখানে সুবানসিরি নদীর পানি বেড়ে গিয়ে একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন বাঁধ ডুবিয়ে দিয়েছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে