অনলাইন ডেস্ক
ভারতের বেঙ্গালুরুতে ২৭ বছরের এক তরুণ চিকিৎসক ‘মজা করে’ প্রেমিকার ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। বিষয়টি জানতে পেরে প্রেমিককে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন রাগান্বিত প্রেমিকা। সম্প্রতি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ওই তরুণ চিকিৎসকের মৃত্যুরহস্য উন্মোচন করতে গিয়ে বিষয়টি জেনেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওই তরুণ চিকিৎসকের নাম বিকাশ রাজন। তিনি ইউক্রেন থেকে চিকিৎসাবিদ্যায় এমবিবিএস শেষ করে এসে চেন্নাইয়ের একটি হাসপাতালে প্র্যাকটিস করছিলেন। পরে সেখান থেকে চাকরি বদলে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেন।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রতিভা নামে তাঁরই সমবয়সী এক তরুণীর সঙ্গে পরিচিত হন বিকাশ। পেশায় স্থপতি ২৭ বছরের প্রতিভার সঙ্গে বেশ লম্বা সময় একই বাসায় বসবাস করেন এবং একপর্যায়ে গিয়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের পরিবারও বিয়েতে সম্মত হয়েছিল।
সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি দেখা দেয় সপ্তাহখানেক আগে। গুরুতর আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, দ্রুত কোমায় চলে যান বিকাশ। তিন দিন কোমায় থাকার পর তাঁর মৃত্যু হয়। প্রাথমিক অবস্থায় বিকাশের শরীরে বেশ কিছু গুরুতর আঘাতের চিহ্ন থাকায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। মামলার তদন্ত করতে গিয়ে বেঙ্গালুরু পুলিশ দেখতে পায়, বিকাশের বাগদত্তাই বিকাশকে উপর্যুপরি আঘাত করেন। পরে বিকাশের পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন প্রতিভা নিজেই।
বেঙ্গালুরু পুলিশের উপকমিশনার সিকে বাবা বলেছেন, ‘সম্প্রতি প্রতিভা ইনস্টাগ্রামে তাঁর নিজের নগ্ন ছবি দেখতে পান। পরে এই বিষয়ে তিনি বিকাশের সঙ্গে তর্কাতর্কি করলে একপর্যায়ে বিকাশ স্বীকার করেন যে তিনিই ভুয়া অ্যাকাউন্ট খুলে “স্রেফ মজা করার” জন্যই প্রতিভার নগ্ন ছবি প্রকাশ করেছেন। বিষয়টি জানার পর রেগে অগ্নিশর্মা হয়ে যান প্রতিভা এবং বিকাশকে একটি উপযুক্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন।’
সিকে বাবা আরও বলেন, ‘ওই দিনই প্রতিভা (১০ সেপ্টেম্বর) বিকাশকে তাঁর বন্ধুদের একটি বাড়িতে ডাকেন। সেখানেই মদপান করেন তাঁরা। এর একপর্যায়ে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপরই প্রতিভা ও তাঁর বন্ধুরা বিকাশকে মেঝে পরিষ্কার করার স্টিলের ঝাড়ু (ফ্লোর মোপ) দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। পরে মারধরে বিকাশের অবস্থার অবনতি হলে প্রতিভা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।’
ঘটনার পরপরই প্রতিভা তাঁর ভাই বিজয়কে বিষয়টি জানান। প্রতিভা যথাসাধ্য চেষ্টা করেছিলেন তাঁর ভূমিকা লুকাতে কিন্তু পুলিশের কারণে তা আর হয়নি। পুলিশ অবশ্য পরে এই মামলায় প্রতিভা এবং তাঁর বন্ধু গৌতম, সুশীল ও সুনীলকে গ্রেপ্তার করে।
ভারতের বেঙ্গালুরুতে ২৭ বছরের এক তরুণ চিকিৎসক ‘মজা করে’ প্রেমিকার ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। বিষয়টি জানতে পেরে প্রেমিককে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন রাগান্বিত প্রেমিকা। সম্প্রতি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ওই তরুণ চিকিৎসকের মৃত্যুরহস্য উন্মোচন করতে গিয়ে বিষয়টি জেনেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওই তরুণ চিকিৎসকের নাম বিকাশ রাজন। তিনি ইউক্রেন থেকে চিকিৎসাবিদ্যায় এমবিবিএস শেষ করে এসে চেন্নাইয়ের একটি হাসপাতালে প্র্যাকটিস করছিলেন। পরে সেখান থেকে চাকরি বদলে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেন।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রতিভা নামে তাঁরই সমবয়সী এক তরুণীর সঙ্গে পরিচিত হন বিকাশ। পেশায় স্থপতি ২৭ বছরের প্রতিভার সঙ্গে বেশ লম্বা সময় একই বাসায় বসবাস করেন এবং একপর্যায়ে গিয়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের পরিবারও বিয়েতে সম্মত হয়েছিল।
সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি দেখা দেয় সপ্তাহখানেক আগে। গুরুতর আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, দ্রুত কোমায় চলে যান বিকাশ। তিন দিন কোমায় থাকার পর তাঁর মৃত্যু হয়। প্রাথমিক অবস্থায় বিকাশের শরীরে বেশ কিছু গুরুতর আঘাতের চিহ্ন থাকায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। মামলার তদন্ত করতে গিয়ে বেঙ্গালুরু পুলিশ দেখতে পায়, বিকাশের বাগদত্তাই বিকাশকে উপর্যুপরি আঘাত করেন। পরে বিকাশের পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন প্রতিভা নিজেই।
বেঙ্গালুরু পুলিশের উপকমিশনার সিকে বাবা বলেছেন, ‘সম্প্রতি প্রতিভা ইনস্টাগ্রামে তাঁর নিজের নগ্ন ছবি দেখতে পান। পরে এই বিষয়ে তিনি বিকাশের সঙ্গে তর্কাতর্কি করলে একপর্যায়ে বিকাশ স্বীকার করেন যে তিনিই ভুয়া অ্যাকাউন্ট খুলে “স্রেফ মজা করার” জন্যই প্রতিভার নগ্ন ছবি প্রকাশ করেছেন। বিষয়টি জানার পর রেগে অগ্নিশর্মা হয়ে যান প্রতিভা এবং বিকাশকে একটি উপযুক্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন।’
সিকে বাবা আরও বলেন, ‘ওই দিনই প্রতিভা (১০ সেপ্টেম্বর) বিকাশকে তাঁর বন্ধুদের একটি বাড়িতে ডাকেন। সেখানেই মদপান করেন তাঁরা। এর একপর্যায়ে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপরই প্রতিভা ও তাঁর বন্ধুরা বিকাশকে মেঝে পরিষ্কার করার স্টিলের ঝাড়ু (ফ্লোর মোপ) দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। পরে মারধরে বিকাশের অবস্থার অবনতি হলে প্রতিভা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।’
ঘটনার পরপরই প্রতিভা তাঁর ভাই বিজয়কে বিষয়টি জানান। প্রতিভা যথাসাধ্য চেষ্টা করেছিলেন তাঁর ভূমিকা লুকাতে কিন্তু পুলিশের কারণে তা আর হয়নি। পুলিশ অবশ্য পরে এই মামলায় প্রতিভা এবং তাঁর বন্ধু গৌতম, সুশীল ও সুনীলকে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩২ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে