অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের বিতর্কিত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং সম্প্রতি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। আর মুক্তি পেয়েই একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। তাঁর ওই ভিডিও জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাম রহিম সিংয়ের চটকদার নতুন পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে। ভিডিওতে দেওয়া বিবরণ অনুসারে গানটির রচয়িতা, সুরারোপ, সংগীত পরিচালনাসহ সবই করেছেন তিনি। গত ২২ ঘণ্টায় ভিডিওটি ৪২ লাখেরও বেশি মানুষ দেখেছেন।
ভিডিওটি থেকে দেখা যায়, রাম রহিম সিং দীপাবলির লক্ষ্যে প্রজ্বলিত আলোকসজ্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর দুই পরামর্শদাতাকেও তাঁর সঙ্গে তাল মেলাতে দেখা যায়। গানে বলা হয়, ‘লোকজন আজ দীপাবলি উদ্যাপন করছে, আপনাকে ধন্যবাদ কারণ আপনার কারণেই আমাদের প্রতিদিন দীপাবলি।’
এর আগে, গত ১৯ অক্টোবর প্যারোলে মুক্তি পেয়েই ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।
উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
ভারতের উত্তর প্রদেশের বিতর্কিত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং সম্প্রতি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। আর মুক্তি পেয়েই একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। তাঁর ওই ভিডিও জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাম রহিম সিংয়ের চটকদার নতুন পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে। ভিডিওতে দেওয়া বিবরণ অনুসারে গানটির রচয়িতা, সুরারোপ, সংগীত পরিচালনাসহ সবই করেছেন তিনি। গত ২২ ঘণ্টায় ভিডিওটি ৪২ লাখেরও বেশি মানুষ দেখেছেন।
ভিডিওটি থেকে দেখা যায়, রাম রহিম সিং দীপাবলির লক্ষ্যে প্রজ্বলিত আলোকসজ্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর দুই পরামর্শদাতাকেও তাঁর সঙ্গে তাল মেলাতে দেখা যায়। গানে বলা হয়, ‘লোকজন আজ দীপাবলি উদ্যাপন করছে, আপনাকে ধন্যবাদ কারণ আপনার কারণেই আমাদের প্রতিদিন দীপাবলি।’
এর আগে, গত ১৯ অক্টোবর প্যারোলে মুক্তি পেয়েই ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।
উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
গতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
২ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
১৮ মিনিট আগেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
২ ঘণ্টা আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
২ ঘণ্টা আগে