অনলাইন ডেস্ক
এশিয়ার অন্যতম বৃহৎ বস্তি মুম্বাইয়ের ধারাবি পুনর্নির্মাণের কাজ পেয়েছে ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। তবে তাঁর সক্ষমতা নিয়ে সন্দিহান বস্তির প্রায় ১০ লাখ বাসিন্দা। সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপের অর্থনৈতিক বিপর্যয় এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মদদপুষ্ট আদানির তাঁরা ভরসা রাখতে পারছেন না।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে অনুসারে, বস্তিবাসীর আশঙ্কা, সরকারের বিশেষ আশীর্বাদে আর্থিক দুর্দশার মধ্যে থেকেও আদানি গ্রুপ ধারাবি পুনর্নির্মাণের কাজ পেয়েছে।
ধারাবি বস্তি আয়তনে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের চার ভাগের তিন ভাগের সমান। ২০০৮ সালে মুক্তি পাওয়া হলিউডের নির্মাতা ড্যানি বয়েলের অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’–এর গল্পের কেন্দ্রে ছিল এই বস্তি।
মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর ও বিদেশি সংস্থার সুউচ্চ আবাসনের পাশে এই বস্তির খোলা নর্দমা ও গণ শৌচাগার ভারতের অর্থনৈতিক উন্নয়নের বিপরীতে বড় বৈষম্যের নিদর্শন হয়ে রয়েছে।
মহারাষ্ট্র রাজ্য সরকার গত জুলাইয়ে ৬১ কোটি ৪০ লাখের বস্তি সংস্কারের ঠিকাদারি আদানিকে দেয়। কয়েক বছরের ব্যর্থ চেষ্টার পর আদানি ধারাবি পুনর্গঠনের কাজ পায়। এই বস্তি চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য পরিচিত।
আদানি গ্রুপের উদ্দেশ্য এ বস্তি ভেঙে ফেলে সরকারি জমিতে বসবাস ও ব্যবসার উপযোগী নতুন নতুন সুউচ্চ ভবন নির্মাণ করা। যেখানে সরকারি নথিতে ওই এলাকাকে ‘অস্বাস্থ্যকর ও শোচনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।
মুম্বাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান লিয়াসেস ফোরাস বলছে, ধারাবি পুনর্নির্মাণে আদানি ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে। এতে আদানি উন্নয়নের যে স্বত্ব পাবে তা থেকে ২ হাজার ৪০০ কোটি ডলার পর্যন্ত রাজস্ব আয় করতে পারবে।
এদিকে যারা ২০০০ সালের আগে থেকে ধারাবিতে নিচতলায় বসবাস করছেন, শুধু তাঁদেরই নবনির্মিত অবকাঠামোতে বিনা মূল্যে বাড়ি পাওয়ার সুযোগ থাকছে। তবে মধ্যবর্তী তলা ও ওপরের তলায় বসবাসরত প্রায় ৭ লাখ বাসিন্দাকে এখানে বিনা মূল্যে গৃহায়ণের জন্য অযোগ্য বলে বিবেচনা করছে। তাঁদের ধারাবি থেকে ১০ কিলোমিটার দূরে নির্মিত আবাসনের প্রস্তাব করা হয়েছে। ফলে এই বিপুলসংখ্যক মানুষের বাড়িভাড়া ও যাতায়াত বাবদ ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী সেপ্টেম্বর থেকে ধারাবির পুনর্নির্মাণ কাজ শুরু হবে। তবে সময়টা আদানির জন্য অর্থনৈতিকভাবে বেশ অস্থিতিশীল। গত জানুয়ারি পর্যন্ত বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি। তবে মার্কিন শর্ট সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগ তুললে এই গ্রুপের বাজারমূল্য ১৫ হাজার কোটি ডলার কমে যায়।
রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে কয়েকজন ধারাবিবাসী তাঁদের উদ্বেগের কারণ হিসেবে এই বিলিয়নিয়ারের বর্তমান আর্থিক সমস্যার কথা উল্লেখ করেছেন।
এশিয়ার অন্যতম বৃহৎ বস্তি মুম্বাইয়ের ধারাবি পুনর্নির্মাণের কাজ পেয়েছে ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। তবে তাঁর সক্ষমতা নিয়ে সন্দিহান বস্তির প্রায় ১০ লাখ বাসিন্দা। সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপের অর্থনৈতিক বিপর্যয় এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মদদপুষ্ট আদানির তাঁরা ভরসা রাখতে পারছেন না।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে অনুসারে, বস্তিবাসীর আশঙ্কা, সরকারের বিশেষ আশীর্বাদে আর্থিক দুর্দশার মধ্যে থেকেও আদানি গ্রুপ ধারাবি পুনর্নির্মাণের কাজ পেয়েছে।
ধারাবি বস্তি আয়তনে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের চার ভাগের তিন ভাগের সমান। ২০০৮ সালে মুক্তি পাওয়া হলিউডের নির্মাতা ড্যানি বয়েলের অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’–এর গল্পের কেন্দ্রে ছিল এই বস্তি।
মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর ও বিদেশি সংস্থার সুউচ্চ আবাসনের পাশে এই বস্তির খোলা নর্দমা ও গণ শৌচাগার ভারতের অর্থনৈতিক উন্নয়নের বিপরীতে বড় বৈষম্যের নিদর্শন হয়ে রয়েছে।
মহারাষ্ট্র রাজ্য সরকার গত জুলাইয়ে ৬১ কোটি ৪০ লাখের বস্তি সংস্কারের ঠিকাদারি আদানিকে দেয়। কয়েক বছরের ব্যর্থ চেষ্টার পর আদানি ধারাবি পুনর্গঠনের কাজ পায়। এই বস্তি চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য পরিচিত।
আদানি গ্রুপের উদ্দেশ্য এ বস্তি ভেঙে ফেলে সরকারি জমিতে বসবাস ও ব্যবসার উপযোগী নতুন নতুন সুউচ্চ ভবন নির্মাণ করা। যেখানে সরকারি নথিতে ওই এলাকাকে ‘অস্বাস্থ্যকর ও শোচনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।
মুম্বাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান লিয়াসেস ফোরাস বলছে, ধারাবি পুনর্নির্মাণে আদানি ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে। এতে আদানি উন্নয়নের যে স্বত্ব পাবে তা থেকে ২ হাজার ৪০০ কোটি ডলার পর্যন্ত রাজস্ব আয় করতে পারবে।
এদিকে যারা ২০০০ সালের আগে থেকে ধারাবিতে নিচতলায় বসবাস করছেন, শুধু তাঁদেরই নবনির্মিত অবকাঠামোতে বিনা মূল্যে বাড়ি পাওয়ার সুযোগ থাকছে। তবে মধ্যবর্তী তলা ও ওপরের তলায় বসবাসরত প্রায় ৭ লাখ বাসিন্দাকে এখানে বিনা মূল্যে গৃহায়ণের জন্য অযোগ্য বলে বিবেচনা করছে। তাঁদের ধারাবি থেকে ১০ কিলোমিটার দূরে নির্মিত আবাসনের প্রস্তাব করা হয়েছে। ফলে এই বিপুলসংখ্যক মানুষের বাড়িভাড়া ও যাতায়াত বাবদ ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী সেপ্টেম্বর থেকে ধারাবির পুনর্নির্মাণ কাজ শুরু হবে। তবে সময়টা আদানির জন্য অর্থনৈতিকভাবে বেশ অস্থিতিশীল। গত জানুয়ারি পর্যন্ত বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি। তবে মার্কিন শর্ট সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগ তুললে এই গ্রুপের বাজারমূল্য ১৫ হাজার কোটি ডলার কমে যায়।
রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে কয়েকজন ধারাবিবাসী তাঁদের উদ্বেগের কারণ হিসেবে এই বিলিয়নিয়ারের বর্তমান আর্থিক সমস্যার কথা উল্লেখ করেছেন।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৪৪ মিনিট আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৩ ঘণ্টা আগে