মণিপুরে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাল ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২২: ২৩
ছবি: এনডিটিভি

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

মণিপুরের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন, নতুন যোগ হওয়া ৯০টি কোম্পানির অধীনে প্রায় ১০ হাজার ৮০০ সেনা ইতিমধ্যে রাজ্যের রাজধানী ইম্ফলে পৌঁছেছে। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা এবং স্পর্শকাতর এলাকাগুলো নজরদারিতে রাখার জন্য এই বাহিনীকে বিভিন্ন স্থানে মোতায়েন করা হচ্ছে।

কুলদীপ সিং বলেছেন, ‘আমরা এই বাহিনীকে সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষায় বিভিন্ন এলাকায় মোতায়েন করছি। কয়েক দিনের মধ্যেই সব এলাকা কভার করা সম্ভব হবে। আমরা পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’

এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় মণিপুর রাজ্যে এখন পর্যন্ত ২৫৮ জন নিহত হয়েছেন। সহিংসতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশের অস্ত্রাগার থেকে লুট হওয়া প্রায় ৩ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুলদীপ সিং।

তিনি আরও জানান, মণিপুরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজ্য পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেনাবাহিনী, আসাম রাইফেলস, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) একসঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, নতুন সহিংসতার ঘটনায় গত ৭ নভেম্বর মণিপুরের জিরিবামের জাইরাওন গ্রামে হমার সম্প্রদায়ের এক নারীকে (তিন সন্তানের মা) মেইতেই বিদ্রোহীরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিশোধ হিসেবে গত ১১ নভেম্বর কুকি বিদ্রোহীরা জিরিবামের বরবেকরা গ্রামে হামলা চালায়। এই হামলায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন কুকি বিদ্রোহী নিহত হয়। বাকি বিদ্রোহীরা মেইতেই সম্প্রদায়ের একটি পরিবারের ছয় সদস্যকে জিম্মি করে পালিয়ে যায়। পরে কুকি বিদ্রোহীদের হাতে আরও দুই প্রবীণ মেইতেই সদস্য নিহত হন। সর্বশেষ একটি শিশুসহ জিম্মিদের মরদেহগুলোও একটি নদীতে পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, মণিপুরের বর্তমান সংকট মোকাবিলায় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক এলাকা এবং জাতীয় সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হবে বলে জানিয়েছেন কুলদীপ সিং।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত