অনলাইন ডেস্ক
ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) মিগ-২১ যুদ্ধবিমান আপাতত ব্যবহার না করার ঘোষণা দিয়েছে। চলতি মাসের শুরুতে একটি মিগ-২১ ভারতের রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান না হওয়া পর্যন্ত আইএএফ তাদের মিগ-২১-এর পুরো বহর বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
গত ৮ মে হনুমানগড় গ্রামে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানবাহিনীর একটি মিগ-২১ বাইসন বিধ্বস্ত হলে দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান।
ভারতের প্রতিরক্ষা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএনআইকে বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং বিধ্বস্তের কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত মিগ-২১-এর সবগুলো বহর আপাতত বসিয়ে রাখা হয়েছে।’
মিগ-২১ যুদ্ধবিমানগুলো গত পাঁচ দশক ধরে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে আসছে। যেগুলোর মেয়াদ পর্যায়ক্রমে শেষ হওয়ার পথে রয়েছে। ভারতীয় বিমানবাহিনী বলছে, বর্তমানে তাদের মাত্র তিনটি মিগ-২১ যুদ্ধবিমানের বহর রয়েছে। যেগুলো আগামী ২০২৫ সালের শুরু পর্যন্ত চালানো যেতে পারে।
রাজস্থানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই দুর্ঘটনায় বিমানটির চালক সামান্য আহত হন। দুর্ঘটনার পর এর কারণ অনুসন্ধান শুরু করে কর্তৃপক্ষ।
আইএএফের মিগ-২১ বাইসনসহ যুদ্ধবিমানের বহর আছে ৩১টি। ১৯৬০ সালের দিকে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীতে মিগ-২১ যুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে মিগ-২১-এর দুর্ঘটনায় পড়ার হার ভারতীয় বিমানবাহিনীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) মিগ-২১ যুদ্ধবিমান আপাতত ব্যবহার না করার ঘোষণা দিয়েছে। চলতি মাসের শুরুতে একটি মিগ-২১ ভারতের রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান না হওয়া পর্যন্ত আইএএফ তাদের মিগ-২১-এর পুরো বহর বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
গত ৮ মে হনুমানগড় গ্রামে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানবাহিনীর একটি মিগ-২১ বাইসন বিধ্বস্ত হলে দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান।
ভারতের প্রতিরক্ষা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএনআইকে বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং বিধ্বস্তের কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত মিগ-২১-এর সবগুলো বহর আপাতত বসিয়ে রাখা হয়েছে।’
মিগ-২১ যুদ্ধবিমানগুলো গত পাঁচ দশক ধরে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে আসছে। যেগুলোর মেয়াদ পর্যায়ক্রমে শেষ হওয়ার পথে রয়েছে। ভারতীয় বিমানবাহিনী বলছে, বর্তমানে তাদের মাত্র তিনটি মিগ-২১ যুদ্ধবিমানের বহর রয়েছে। যেগুলো আগামী ২০২৫ সালের শুরু পর্যন্ত চালানো যেতে পারে।
রাজস্থানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই দুর্ঘটনায় বিমানটির চালক সামান্য আহত হন। দুর্ঘটনার পর এর কারণ অনুসন্ধান শুরু করে কর্তৃপক্ষ।
আইএএফের মিগ-২১ বাইসনসহ যুদ্ধবিমানের বহর আছে ৩১টি। ১৯৬০ সালের দিকে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীতে মিগ-২১ যুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে মিগ-২১-এর দুর্ঘটনায় পড়ার হার ভারতীয় বিমানবাহিনীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্কসবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগে