প্রথমবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেই বাজিমাত প্রিয়াঙ্কা গান্ধীর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৬: ২২
এক জনসভা মঞ্চে রাহুল ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কেরালার ওয়ানাদে তাঁর ভাই রাহুল গান্ধীর আসনের উপনির্বাচনে এরই মধ্যে বিজয়ের মার্জিন অতিক্রম করেছেন। তিনি সংসদীয় উপনির্বাচনে ৩.৯ লাখেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এর আগে, লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটি আসন থেকে নির্বাচনে জয়লাভ করেন। যার একটি ছিল ওয়ানাদ। রাহুল গান্ধী তাঁর জন্য রায়বেরেলি আসন ধরে রাখায় ওয়ানাদ আসনটি খালি হয়। সেই আসনেই এবার বসলেন তাঁর বোন প্রিয়াঙ্কা।

রাহুল গান্ধী চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ৩ লাখ ৬৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে ওয়ানাদ আসনে জয়লাভ করেন। তার আগে, ২০১৯ সালে তিনি জিতেছিলেন ৪ লাখের বেশি ভোটের ব্যবধানে।

প্রিয়াঙ্কা গান্ধী এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ভোট পেয়েছেন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রবীণ নেতা সত্যেন মোকারি প্রায় ২ লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন, আর বিজেপির নভ্যা হারিদাস প্রায় ১ লাখ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ওয়ানাদ আসনে মোট ১৬ জন প্রার্থী এই উপনির্বাচনে নির্বাচনে অংশ নিয়েছেন।

রাহুল গান্ধী ২০১৯ সালে প্রথমবারের মতো এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সেবার রাহুল তাঁর মায়ের ছেড়ে দেওয়া আসন আমেথিতে হেরে যান। তবে, সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি ওয়ানাদ ও রায়বেরেলি—দুটি আসন থেকে নির্বাচন করে জেতেন। রায়বেরেলি আসনটিও তাঁর মা সোনিয়া গান্ধী ছেড়ে দেওয়ার পর শূন্য হয়।

রাহুল গান্ধী এবং তাঁর মা সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী গত এক মাস ধরে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ৫ লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ের লক্ষ্য রেখেছিলেন। জনসমর্থন লাভের জন্য রাহুল গান্ধী তাঁর বোনকে বলেছিলেন, তিনি এমপি হলে যেন ওয়ানাদকে সর্বোত্তম পর্যটন গন্তব্যে পরিণত করা হয়। প্রিয়াঙ্কা গান্ধীর জন্য প্রচারণা চালাতে গিয়ে রাহুল গান্ধী আরও বলেছিলেন যে, তাঁর দুয়ার সব সময় ওয়ানাদের মানুষের জন্য খোলা থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত