অনলাইন ডেস্ক
ভারতের কাশ্মীরে পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ সেনা নিহত হওয়ার স্থানীয় ৮ জনকে ধরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের নামে। পরে তাদের মধ্যে ৩ জন মারা যায়। নিহতদের স্বজন ও গ্রামবাসীর দাবি, ওই ৩ জন ভারতীয় সেনাদের নির্যাতনের ফলেই মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌরি এলাকার ডেরা কি গালিতে অ্যামবুশ করে পাঁচ ভারতীয় সেনাকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনার পর টোপা মাস্তানদারা গ্রাম থেকে ৮ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গত শুক্রবার ৩ জন মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে আর্মি হাসপাতালে।
নিহত ৩ জন হলেন—সাফির হোসাইন, শওকত হোসাইন এবং শাবির আহমেদ। গত শনিবার ওই ৩ জনের ওপর ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিদের নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কোনো সেনার নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টোপা মাস্তানদারা গ্রামের সারপাঞ্চ মেহমুদ আহমেদ ভিডিও দেখার পর জানিয়েছেন—ভিডিওতে থাকা শওকত ও শাবির তাঁর গ্রামের বাসিন্দা বলে তিনি শনাক্ত করেছেন। তবে কেন তাদের নির্যাতন করা হয়েছে তিনি তা জানেন না। ভিডিও থেকে দেখা গেছে, ওই তিনজন ভারতীয় সেনাদের পোশাক পরা ব্যক্তিদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। শওকতের চাচাও তাঁকে চিহ্নিত করতে পেরেছেন।
এদিকে, সেনা হেফাজতে ৩ জনের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল রোববার সেনাবাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, ‘স্থানীয় কমান্ডারদের জবাবদিহি নির্ধারণের জন্য তিন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কর্মকর্তাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থার মুখোমুখি করা হবে তাদের।’
অপরদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে—এই ঘটনায় তারাও পৃথক তদন্ত চালু করেছে। পুলিশ আরও জানিয়েছে, সেনাবাহিনীও এই তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছে।
ভারতের কাশ্মীরে পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ সেনা নিহত হওয়ার স্থানীয় ৮ জনকে ধরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের নামে। পরে তাদের মধ্যে ৩ জন মারা যায়। নিহতদের স্বজন ও গ্রামবাসীর দাবি, ওই ৩ জন ভারতীয় সেনাদের নির্যাতনের ফলেই মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌরি এলাকার ডেরা কি গালিতে অ্যামবুশ করে পাঁচ ভারতীয় সেনাকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনার পর টোপা মাস্তানদারা গ্রাম থেকে ৮ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গত শুক্রবার ৩ জন মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে আর্মি হাসপাতালে।
নিহত ৩ জন হলেন—সাফির হোসাইন, শওকত হোসাইন এবং শাবির আহমেদ। গত শনিবার ওই ৩ জনের ওপর ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিদের নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কোনো সেনার নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টোপা মাস্তানদারা গ্রামের সারপাঞ্চ মেহমুদ আহমেদ ভিডিও দেখার পর জানিয়েছেন—ভিডিওতে থাকা শওকত ও শাবির তাঁর গ্রামের বাসিন্দা বলে তিনি শনাক্ত করেছেন। তবে কেন তাদের নির্যাতন করা হয়েছে তিনি তা জানেন না। ভিডিও থেকে দেখা গেছে, ওই তিনজন ভারতীয় সেনাদের পোশাক পরা ব্যক্তিদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। শওকতের চাচাও তাঁকে চিহ্নিত করতে পেরেছেন।
এদিকে, সেনা হেফাজতে ৩ জনের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল রোববার সেনাবাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, ‘স্থানীয় কমান্ডারদের জবাবদিহি নির্ধারণের জন্য তিন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কর্মকর্তাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থার মুখোমুখি করা হবে তাদের।’
অপরদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে—এই ঘটনায় তারাও পৃথক তদন্ত চালু করেছে। পুলিশ আরও জানিয়েছে, সেনাবাহিনীও এই তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে