অনলাইন ডেস্ক
ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন।
ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’
অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’
এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন।
ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।
ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন।
ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’
অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’
এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন।
ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে