অনলাইন ডেস্ক
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডি। কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁকে আবারও ইডি কার্যালয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারতের ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরে তদন্ত করতে গিয়ে দেশটির ইনকাম ট্যাক্স বিভাগের তদন্তে ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। তারপরই ইনকাম ট্যাক্স বিভাগ ন্যাশনাল হেরাল্ড পরিচালনাকারী ফান্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল এবং সোনিয়া গান্ধীকে ডাকা হয়েছিল। প্রথম দফা দেওয়া তারিখে রাহুল বিদেশে থাকায় হাজির হতে পারেননি। সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনিও হাজির হননি।
সোমবার সকালে রাহুল গান্ধী তাঁর বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি কার্যালয়ে হাজির হন।
ভারতের পার্লামেন্টের সদস্য রাহুল গান্ধীর ইডিতে হাজিরা দেওয়ার দিনে দেশজুড়ে আন্দোলন শুরু করে কংগ্রেস। পূর্বঘোষণামতোই কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভে শামিল হন। দিল্লির পাশাপাশি রাজ্যে রাজ্যে ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কেসি বেনুগোপাল, মল্লিকার্জুন খাগড়েসহ বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা। কংগ্রেসের অভিযোগ, প্রবীণ কংগ্রেস নেতা বেনুগোপালের সঙ্গে পুলিশ বাজে আচরণ করেছে।
বিভিন্ন জায়গায় কংগ্রেসকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই রাহুলকে হয়রানি করা হচ্ছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদরার অভিযোগ, নির্বাচন এলেই কংগ্রেস সমর্থকদের হেনস্তা করা হয়। তাঁকেও বহুবার দুর্নীতির অভিযোগে ডেকে হয়রানি করা হয়েছে। কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি ইডি।
এদিকে, কংগ্রেসের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর অভিযোগ, ২ হাজার কোটি টাকা তছরুপের হাত থেকে একটি পরিবারকে বাঁচাতেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তবে সত্য উদ্ঘাটনে সবরকম চেষ্টা সরকার চালাবে বলেও তিনি মন্তব্য করেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডি। কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁকে আবারও ইডি কার্যালয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারতের ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরে তদন্ত করতে গিয়ে দেশটির ইনকাম ট্যাক্স বিভাগের তদন্তে ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। তারপরই ইনকাম ট্যাক্স বিভাগ ন্যাশনাল হেরাল্ড পরিচালনাকারী ফান্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল এবং সোনিয়া গান্ধীকে ডাকা হয়েছিল। প্রথম দফা দেওয়া তারিখে রাহুল বিদেশে থাকায় হাজির হতে পারেননি। সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনিও হাজির হননি।
সোমবার সকালে রাহুল গান্ধী তাঁর বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি কার্যালয়ে হাজির হন।
ভারতের পার্লামেন্টের সদস্য রাহুল গান্ধীর ইডিতে হাজিরা দেওয়ার দিনে দেশজুড়ে আন্দোলন শুরু করে কংগ্রেস। পূর্বঘোষণামতোই কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভে শামিল হন। দিল্লির পাশাপাশি রাজ্যে রাজ্যে ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কেসি বেনুগোপাল, মল্লিকার্জুন খাগড়েসহ বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা। কংগ্রেসের অভিযোগ, প্রবীণ কংগ্রেস নেতা বেনুগোপালের সঙ্গে পুলিশ বাজে আচরণ করেছে।
বিভিন্ন জায়গায় কংগ্রেসকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই রাহুলকে হয়রানি করা হচ্ছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদরার অভিযোগ, নির্বাচন এলেই কংগ্রেস সমর্থকদের হেনস্তা করা হয়। তাঁকেও বহুবার দুর্নীতির অভিযোগে ডেকে হয়রানি করা হয়েছে। কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি ইডি।
এদিকে, কংগ্রেসের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর অভিযোগ, ২ হাজার কোটি টাকা তছরুপের হাত থেকে একটি পরিবারকে বাঁচাতেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তবে সত্য উদ্ঘাটনে সবরকম চেষ্টা সরকার চালাবে বলেও তিনি মন্তব্য করেন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৮ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে