অনলাইন ডেস্ক
বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই সন্তানকে হত্যা করেছেন এক নাপিত। পরে পালাতে গিয়ে পুলিশের গুলিতে হত্যাকারী সেই ব্যক্তিও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলায়। বাদাউন পুলিশ আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, এই জোড়া খুনের ঘটনায় শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হত্যাকারী মুসলিম হওয়ায় এবং ভুক্তভোগীর পরিবার হিন্দু হওয়ায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম সাজিদ। তাঁর পুরো নাম জানা যায়নি। পেশায় একজন নাপিত। ধারণা করা হচ্ছে, নিহত দুই শিশুর বাবা বিনোদের সঙ্গে সাজিদের পূর্বশত্রুতা বা দ্বন্দ্ব ছিল। তারই জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিনোদের বাসায় যান সাজিদ। সে সময় বিনোদের তিন ছেলে আয়ুশ (১৩), অহন (৭) ও পীযূষ বাড়ির বারান্দায় খেলছিল।
সন্ধ্যা বেলায় সাজিদ বাদাউনের বাবা কলোনিতে অবস্থিত বিনোদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে চা পান করতে চান। তাঁর জন্য চা বানাতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বাড়ির ভেতরে চলে গেলে বারান্দায় গিয়ে আয়ুশ ও অহনকে গলা কেটে হত্যা করেন সাজিদ। এ সময় তিনি পীযূষকেও হত্যার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিনি। পীযূষ সুস্থ আছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক হওয়ার পর সাজিদ তাদের কাছ থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তাদের অনুমান ও স্থানীয়দের ভাষ্য, বিনোদের সঙ্গে সাজিদের শত্রুতা বা দ্বন্দ্ব ছিল।
বাদাউনের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
মনোজ কুমার বলেছেন, ‘আমরা আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যায় তথ্য পেয়েছি যে, এক ব্যক্তি একটি বাড়িতে ঢুকে দুই শিশুকে হত্যা করেছে। এর পরই জনতা বিক্ষোভ শুরু করে। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং দুই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই সন্তানকে হত্যা করেছেন এক নাপিত। পরে পালাতে গিয়ে পুলিশের গুলিতে হত্যাকারী সেই ব্যক্তিও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলায়। বাদাউন পুলিশ আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, এই জোড়া খুনের ঘটনায় শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হত্যাকারী মুসলিম হওয়ায় এবং ভুক্তভোগীর পরিবার হিন্দু হওয়ায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম সাজিদ। তাঁর পুরো নাম জানা যায়নি। পেশায় একজন নাপিত। ধারণা করা হচ্ছে, নিহত দুই শিশুর বাবা বিনোদের সঙ্গে সাজিদের পূর্বশত্রুতা বা দ্বন্দ্ব ছিল। তারই জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিনোদের বাসায় যান সাজিদ। সে সময় বিনোদের তিন ছেলে আয়ুশ (১৩), অহন (৭) ও পীযূষ বাড়ির বারান্দায় খেলছিল।
সন্ধ্যা বেলায় সাজিদ বাদাউনের বাবা কলোনিতে অবস্থিত বিনোদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে চা পান করতে চান। তাঁর জন্য চা বানাতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বাড়ির ভেতরে চলে গেলে বারান্দায় গিয়ে আয়ুশ ও অহনকে গলা কেটে হত্যা করেন সাজিদ। এ সময় তিনি পীযূষকেও হত্যার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিনি। পীযূষ সুস্থ আছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক হওয়ার পর সাজিদ তাদের কাছ থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তাদের অনুমান ও স্থানীয়দের ভাষ্য, বিনোদের সঙ্গে সাজিদের শত্রুতা বা দ্বন্দ্ব ছিল।
বাদাউনের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
মনোজ কুমার বলেছেন, ‘আমরা আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যায় তথ্য পেয়েছি যে, এক ব্যক্তি একটি বাড়িতে ঢুকে দুই শিশুকে হত্যা করেছে। এর পরই জনতা বিক্ষোভ শুরু করে। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং দুই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩১ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে