অনলাইন ডেস্ক
১৯৪৭ সালের ১৪ আগস্ট দেশভাগের মাধ্যমে আলাদা হয়ে গেলেও বাংলাদেশি এবং পাকিস্তানিরা কেন ভারতে অনুপ্রবেশ করে—সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশভাগের ৭৭তম বার্ষিকীতে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দেওয়া এক ভাষণে যোগী আদিত্যনাথ বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘দেশ ভাগ হয়ে গেছে ১৯৪৭ সালে। তাহলে কেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ ঘটে।’
যোগী আরও বলেন, তারা যদি পাকিস্তানকে এতটাই ভালোবাসে, তাহলে তাদের উচিত ছিল মানবতার স্বার্থে দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু ইতিহাস থেকে তারা কোনো শিক্ষাই নেয়নি।
স্বার্থপর আকাঙ্ক্ষাই ভারতকে দেশভাগের পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যেকোনো কিছুর ঊর্ধ্বে দেশকে রাখার পরামর্শ দিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কিছু লোক তাদের স্বার্থপর ইচ্ছাকে জাতির ঊর্ধ্বে রেখেছিল এবং দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল।
এ সময় তিনি দেশভাগের সময় সাধারণ মানুষের অপরিসীম যন্ত্রণার কথাও উল্লেখ করেন। তিনি জানান, ১৯৪৭ সালের বিভাজনটি শুধু রাজনীতি কিংবা ভূমির বিভাজন নয়, বরং মানবতাকে দুটি ভাগে ভাগ করার একটি দুঃখজনক সিদ্ধান্ত ছিল। আর এর মূল্য দিতে হয়েছিল লাখ লাখ মানুষকে।
উত্তর প্রদেশ রাজ্যের সরকার ১৪ আগস্টকে দেশভাগের ভয়াবহ স্মরণ দিবস হিসেবে পালন করেছে। অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী দাবি করেন, অতীত ভুলে কোনো সমাজই এগিয়ে যেতে পারেনি। তাই সমর্থকদের তিনি ব্যক্তিগত লাভ, পরিবার, বর্ণ, আদর্শ, ধর্ম, এলাকা কিংবা ভাষাকে জাতির ঊর্ধ্বে না রাখার শপথ নিতে আহ্বান জানান।
প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে যোগী মন্তব্য করেন, আলাদা হয়ে যাওয়ার সময় ভারতের সবচেয়ে উর্বর ভূমি পাঞ্জাব নিয়ে গিয়েছিল পাকিস্তান। সে সময় এই উর্বর ভূমির সাহায্যেই পাকিস্তানের অর্থনীতির চাকা সচল হয়েছিল। কিন্তু নেতিবাচকতা তাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে, পাঁচ কেজির একটি ময়দার ব্যাগের জন্য সাধারণ মানুষ লড়াই করছে।
এ ছাড়া সন্ত্রাসের জন্যই পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন যোগী। তিনি বলেন, শিল্প এবং সাহিত্যের জন্য পরিচিতি ছিল বাংলার। আজকের বাংলাদেশ ভারতের সুতার কেন্দ্র ছিল।
১৯৪৭ সালের ১৪ আগস্ট দেশভাগের মাধ্যমে আলাদা হয়ে গেলেও বাংলাদেশি এবং পাকিস্তানিরা কেন ভারতে অনুপ্রবেশ করে—সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশভাগের ৭৭তম বার্ষিকীতে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দেওয়া এক ভাষণে যোগী আদিত্যনাথ বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘দেশ ভাগ হয়ে গেছে ১৯৪৭ সালে। তাহলে কেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ ঘটে।’
যোগী আরও বলেন, তারা যদি পাকিস্তানকে এতটাই ভালোবাসে, তাহলে তাদের উচিত ছিল মানবতার স্বার্থে দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু ইতিহাস থেকে তারা কোনো শিক্ষাই নেয়নি।
স্বার্থপর আকাঙ্ক্ষাই ভারতকে দেশভাগের পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যেকোনো কিছুর ঊর্ধ্বে দেশকে রাখার পরামর্শ দিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কিছু লোক তাদের স্বার্থপর ইচ্ছাকে জাতির ঊর্ধ্বে রেখেছিল এবং দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল।
এ সময় তিনি দেশভাগের সময় সাধারণ মানুষের অপরিসীম যন্ত্রণার কথাও উল্লেখ করেন। তিনি জানান, ১৯৪৭ সালের বিভাজনটি শুধু রাজনীতি কিংবা ভূমির বিভাজন নয়, বরং মানবতাকে দুটি ভাগে ভাগ করার একটি দুঃখজনক সিদ্ধান্ত ছিল। আর এর মূল্য দিতে হয়েছিল লাখ লাখ মানুষকে।
উত্তর প্রদেশ রাজ্যের সরকার ১৪ আগস্টকে দেশভাগের ভয়াবহ স্মরণ দিবস হিসেবে পালন করেছে। অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী দাবি করেন, অতীত ভুলে কোনো সমাজই এগিয়ে যেতে পারেনি। তাই সমর্থকদের তিনি ব্যক্তিগত লাভ, পরিবার, বর্ণ, আদর্শ, ধর্ম, এলাকা কিংবা ভাষাকে জাতির ঊর্ধ্বে না রাখার শপথ নিতে আহ্বান জানান।
প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে যোগী মন্তব্য করেন, আলাদা হয়ে যাওয়ার সময় ভারতের সবচেয়ে উর্বর ভূমি পাঞ্জাব নিয়ে গিয়েছিল পাকিস্তান। সে সময় এই উর্বর ভূমির সাহায্যেই পাকিস্তানের অর্থনীতির চাকা সচল হয়েছিল। কিন্তু নেতিবাচকতা তাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে, পাঁচ কেজির একটি ময়দার ব্যাগের জন্য সাধারণ মানুষ লড়াই করছে।
এ ছাড়া সন্ত্রাসের জন্যই পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন যোগী। তিনি বলেন, শিল্প এবং সাহিত্যের জন্য পরিচিতি ছিল বাংলার। আজকের বাংলাদেশ ভারতের সুতার কেন্দ্র ছিল।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে