যুক্তরাষ্ট্রে জন্মদিনে নিজের বন্দুকের গুলিতে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৫: ১৫
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৫: ২৮
আরিয়ান রেড্ডি। ছবি: ফেসবুক

যুক্তরাষ্ট্রে নিজের শিকারের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি লেগে ২৩ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর। ভারতীয় শিক্ষার্থী আরিয়ান রেড্ডি বন্ধুদের নিয়ে জর্জিয়ার আটলান্টায় নিজ বাড়িতে জন্মদিন উদ্‌যাপন করছিলেন।

উদ্‌যাপনের সময় রেড্ডি তাঁর নতুন শিকারের বন্দুকটি পরিষ্কার করার জন্য বের করেছিলেন। তবে দুর্ঘটনাবশত একটি গুলি বুকে লেগে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গুলি শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিল, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রেড্ডি ছিলেন কানসাস স্টেট ইউনিভার্সিটি, আটলান্টার দ্বিতীয় বর্ষের মাস্টার অব সায়েন্সের ছাত্র। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুবনগিরি জেলার বাসিন্দা ছিলেন। তবে বর্তমানে তাঁর পরিবার উপ্পল জেলায় বসবাস করে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আরিয়ান রেড্ডির মরদেহ আজ শনিবার রাতে নিজ দেশে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত