অনলাইন ডেস্ক
যৌন নিপীড়নের অভিযোগের মুখে থাকা ব্যক্তির ঘনিষ্ঠজন ভারতের কুস্তিগিরদের সমিতির নতুন নেতা নির্বাচিত হওয়ার প্রতিবাদে খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শীর্ষ কুস্তিগির সাক্ষী মালিক। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের পর নয়াদিল্লির প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন অলিম্পিক জয়ী এই নারী।
গতকালই রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। বিবিসির প্রতিবেদন অনুসারে, ডব্লিউএফআইয়ের সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের ঘনিষ্ঠ মিত্র এই সঞ্জয়। ব্রিজ ভূষণের বিরুদ্ধে নারী কুস্তিগীরদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। যদিও অভিযোগ স্বীকার করেননি তিনি।
ব্রিজ ভূষণের বিরুদ্ধে বড় বিক্ষোভ সমাবেশও করেন কুস্তিগিরেরা। গত জানুয়ারিতে সরকারি তদন্তে তাকে বরখাস্ত করার পর কুস্তিগিরেরা ব্রিজ ভূষণের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করে। সরকার তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় গত এপ্রিল থেকে তাঁরা আবার বিক্ষোভ শুরু করে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ষষ্ঠ মেয়াদে সংসদ সদস্য হয়েছেন ব্রিজভূষণ। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বেশ আলোচনা হয়। বিশেষ করে, ভারতের নতুন সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করায় কয়েকজন কুস্তিগীরকে পুলিশ আটক করায় তা শিরোনামে পরিণত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুস্তিগীরদের প্রতি আচরণের নিন্দা জানিয়ে তাঁদের অভিযোগের ভিত্তিতে পক্ষপাতহীন তদন্ত করতে আহ্বান জানায়।
গত জুনে পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পিছু নেওয়া, হয়রানি করা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। তবে আদালত তাঁকে জামিন দিয়ে দেয়।
ব্রিজ ভূষণের সঙ্গে জড়িত কাউকে যেন ডব্লিউএফআই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় কুস্তিগিরেরা ভারতের ক্রীড়ামন্ত্রীর কাছে এই আবেদন করেছিল। এনির্বাচন কয়েক মাস ধরেই পেছানো হচ্ছিল।
নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর গতকাল বৃহস্পতিবার মালিক এক সংবাদ সম্মেলনে তাঁর হতাশা ব্যক্ত করেন। তিনি ২০১৬ সালের রিও অলিম্পিকের ৫৮ কেজি ফ্রিস্টাইল ব্রোঞ্জ পদকজয়ী।
কান্নাজড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৪০দিন ধরে রাস্তায় ঘুমিয়েছি...যদি ব্রিজ ভূষণের ব্যবসায় অংশীদার ও ঘনিষ্ঠ সহচর ডব্লিউএফআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, তবে আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।’
তিনি আরও বলেন, কুস্তিগিরেরা কোনো নারীকে প্রেসিডেন্ট পদ দেওয়ার দাবি করেছে। এতে নারী কুস্তিগিরেরা আর হয়রানির শিকার হবে না।
সাক্ষী মালিক বলেন, ‘তবে কোনো নারীই নির্বাচনে অংশ নেয়নি। একজন নারীকেও পদ দেওয়া হয়নি।’
নির্বাচনের এ ফলাফল নিয়ে নিন্দা জানিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া এক কুস্তিগির ভিনেশ ফোগাট। তিনি বলেন, ‘কুস্তির ভবিষ্যৎ অন্ধকার।’
সাক্ষী মালিক বলেন, ‘আমরা কার কাছে দুঃখের কথা বলব...আমরা এখনো প্রশিক্ষণের পাশাপাশি লড়াই করে যাচ্ছি।’
সাক্ষী মালিকের এ সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সঞ্জয় সিং।
যৌন নিপীড়নের অভিযোগের মুখে থাকা ব্যক্তির ঘনিষ্ঠজন ভারতের কুস্তিগিরদের সমিতির নতুন নেতা নির্বাচিত হওয়ার প্রতিবাদে খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শীর্ষ কুস্তিগির সাক্ষী মালিক। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের পর নয়াদিল্লির প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন অলিম্পিক জয়ী এই নারী।
গতকালই রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। বিবিসির প্রতিবেদন অনুসারে, ডব্লিউএফআইয়ের সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের ঘনিষ্ঠ মিত্র এই সঞ্জয়। ব্রিজ ভূষণের বিরুদ্ধে নারী কুস্তিগীরদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। যদিও অভিযোগ স্বীকার করেননি তিনি।
ব্রিজ ভূষণের বিরুদ্ধে বড় বিক্ষোভ সমাবেশও করেন কুস্তিগিরেরা। গত জানুয়ারিতে সরকারি তদন্তে তাকে বরখাস্ত করার পর কুস্তিগিরেরা ব্রিজ ভূষণের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করে। সরকার তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় গত এপ্রিল থেকে তাঁরা আবার বিক্ষোভ শুরু করে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ষষ্ঠ মেয়াদে সংসদ সদস্য হয়েছেন ব্রিজভূষণ। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বেশ আলোচনা হয়। বিশেষ করে, ভারতের নতুন সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করায় কয়েকজন কুস্তিগীরকে পুলিশ আটক করায় তা শিরোনামে পরিণত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুস্তিগীরদের প্রতি আচরণের নিন্দা জানিয়ে তাঁদের অভিযোগের ভিত্তিতে পক্ষপাতহীন তদন্ত করতে আহ্বান জানায়।
গত জুনে পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পিছু নেওয়া, হয়রানি করা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। তবে আদালত তাঁকে জামিন দিয়ে দেয়।
ব্রিজ ভূষণের সঙ্গে জড়িত কাউকে যেন ডব্লিউএফআই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় কুস্তিগিরেরা ভারতের ক্রীড়ামন্ত্রীর কাছে এই আবেদন করেছিল। এনির্বাচন কয়েক মাস ধরেই পেছানো হচ্ছিল।
নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর গতকাল বৃহস্পতিবার মালিক এক সংবাদ সম্মেলনে তাঁর হতাশা ব্যক্ত করেন। তিনি ২০১৬ সালের রিও অলিম্পিকের ৫৮ কেজি ফ্রিস্টাইল ব্রোঞ্জ পদকজয়ী।
কান্নাজড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৪০দিন ধরে রাস্তায় ঘুমিয়েছি...যদি ব্রিজ ভূষণের ব্যবসায় অংশীদার ও ঘনিষ্ঠ সহচর ডব্লিউএফআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, তবে আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।’
তিনি আরও বলেন, কুস্তিগিরেরা কোনো নারীকে প্রেসিডেন্ট পদ দেওয়ার দাবি করেছে। এতে নারী কুস্তিগিরেরা আর হয়রানির শিকার হবে না।
সাক্ষী মালিক বলেন, ‘তবে কোনো নারীই নির্বাচনে অংশ নেয়নি। একজন নারীকেও পদ দেওয়া হয়নি।’
নির্বাচনের এ ফলাফল নিয়ে নিন্দা জানিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া এক কুস্তিগির ভিনেশ ফোগাট। তিনি বলেন, ‘কুস্তির ভবিষ্যৎ অন্ধকার।’
সাক্ষী মালিক বলেন, ‘আমরা কার কাছে দুঃখের কথা বলব...আমরা এখনো প্রশিক্ষণের পাশাপাশি লড়াই করে যাচ্ছি।’
সাক্ষী মালিকের এ সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সঞ্জয় সিং।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২৭ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৫ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে