অনলাইন ডেস্ক
বিয়ের মাস তিনেক পর চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন এক নবদম্পতি। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫ বছর বয়সী স্বামী। সেই স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ২৪ ঘণ্টার মধ্যেই ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে মারা গেছেন স্ত্রীও। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ নভেম্বর তাঁদের বিয়ে হয় দিল্লির গাজিয়াবাদের অভিষেক আহলুওয়ালিয়া-অঞ্জলি দম্পতির। ভালোই চলছিল তাঁদের নতুন দাম্পত্য জীবন। সোমবার চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। চিড়িয়াখানায় যাওয়ার পর অভিষেক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, পরে তাঁর স্ত্রী সহযোগিতার জন্য বন্ধুকে ফোন করেন। বন্ধু এবং এক ব্যক্তি এসে তাঁর স্বামীকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে সেখান থেকে সাফদারজং হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে অভিষেকের মৃত্যু হয় বলে দাবি চিকিৎসকদের। পরে এদিন রাত নয়টার দিকে অভিষেকের মরদেহ বাড়িতে নেওয়া হয়।
অভিষেকের আত্মীয় ববিতা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার পরই কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি। এরপরই হঠাৎ করে সে বেলকনির দিকে দৌড়ে যায়, সে লাফ দেবে বুঝতে পেরে আমিও তাঁকে থামাতে যাই। কিন্তু তার আগেই সে লাফিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে মারা যায়।
সঞ্জীব নামে আরেক আত্মীয় বলেন, ‘অভিষেককে প্রথমে চিড়িয়াখানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অভিষেককে সফদরজংয়ে নিয়ে যেতে বলেছিল। আমিও সেখানে যাই ও ডাক্তারের সঙ্গে কথা বলি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেনি।’
এনডিটিভি আরও জানিয়েছে, ২৫ বছর-বয়সীর এই যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক বছরে ভারতে গুজরাটি নৃত্যানুষ্ঠান গরবা থেকে শুরু করে বিয়ের শোভাযাত্রা ও ব্যায়ামাগারে তরুণদের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে।
বিয়ের মাস তিনেক পর চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন এক নবদম্পতি। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫ বছর বয়সী স্বামী। সেই স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ২৪ ঘণ্টার মধ্যেই ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে মারা গেছেন স্ত্রীও। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ নভেম্বর তাঁদের বিয়ে হয় দিল্লির গাজিয়াবাদের অভিষেক আহলুওয়ালিয়া-অঞ্জলি দম্পতির। ভালোই চলছিল তাঁদের নতুন দাম্পত্য জীবন। সোমবার চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। চিড়িয়াখানায় যাওয়ার পর অভিষেক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, পরে তাঁর স্ত্রী সহযোগিতার জন্য বন্ধুকে ফোন করেন। বন্ধু এবং এক ব্যক্তি এসে তাঁর স্বামীকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে সেখান থেকে সাফদারজং হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে অভিষেকের মৃত্যু হয় বলে দাবি চিকিৎসকদের। পরে এদিন রাত নয়টার দিকে অভিষেকের মরদেহ বাড়িতে নেওয়া হয়।
অভিষেকের আত্মীয় ববিতা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার পরই কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি। এরপরই হঠাৎ করে সে বেলকনির দিকে দৌড়ে যায়, সে লাফ দেবে বুঝতে পেরে আমিও তাঁকে থামাতে যাই। কিন্তু তার আগেই সে লাফিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে মারা যায়।
সঞ্জীব নামে আরেক আত্মীয় বলেন, ‘অভিষেককে প্রথমে চিড়িয়াখানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অভিষেককে সফদরজংয়ে নিয়ে যেতে বলেছিল। আমিও সেখানে যাই ও ডাক্তারের সঙ্গে কথা বলি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেনি।’
এনডিটিভি আরও জানিয়েছে, ২৫ বছর-বয়সীর এই যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক বছরে ভারতে গুজরাটি নৃত্যানুষ্ঠান গরবা থেকে শুরু করে বিয়ের শোভাযাত্রা ও ব্যায়ামাগারে তরুণদের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৪ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে