অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন এক ব্যক্তি। আশপাশে খোঁজ করে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। পরে গাড়ি বা অ্যাম্বুলেন্স না পেয়ে আহত ওই ব্যক্তিকে একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’ একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন এক ব্যক্তি। আশপাশে খোঁজ করে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। পরে গাড়ি বা অ্যাম্বুলেন্স না পেয়ে আহত ওই ব্যক্তিকে একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’ একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৯ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগে