অনলাইন ডেস্ক
ভারত এখন যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারতের বিশ্বাস নেই—এমন মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। ফক্স বিজনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এসব কথা বলেন তিনি।
নিকি হ্যালির দাবি, ভারত যুক্তরাষ্ট্রের অংশীদার হতে চায়। কিন্তু এখন পর্যন্ত তারা (ভারত) আমেরিকানদের নেতৃত্বে বিশ্বাস করে না। ৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী জোর দিয়ে বলেন, ‘আমি ভারতের সঙ্গে আলোচনা করেছি। দুই দেশের সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বে যেতে চায়, রাশিয়ার সঙ্গে নয়।’
তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের এই মনোভাবের কিছুটা অমিল দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন নিকি হ্যালি। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে, ভারত বিশ্বাস করে না যে যুক্তরাষ্ট্র জয়ী হতে পারবে। আমাদের নেতৃত্বে তাদের বিশ্বাস নেই। তারা এখন আমাদের দুর্বল হিসেবে দেখছে।’
রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট পদপ্রার্থী আরও বলেন, ভারত সব সময়ই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এখনো দিচ্ছে। তারা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কারণ, সেখান (রাশিয়া) থেকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম পায়।
তবে যুক্তরাষ্ট্র যখন তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আবার নেতৃত্ব দেওয়া শুরু করবে, তখন তাদের বন্ধু রাষ্ট্রগুলো যেমন—ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সবাই শক্ত অবস্থানে ফিরবে বলে আশা প্রকাশ করেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রকে তার জোট গঠন শুরু করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিকি হ্যালি সাক্ষাৎকারে আরও বলেন, জাপান নিজেদের চীনের ওপর কম নির্ভরশীল করার জন্য বিলিয়ন ডলারের উদ্দীপনা দিয়েছে। ভারতও চীনের ওপর নির্ভরতা কমাতে এক বিলিয়ন ডলারের উদ্দীপনা ঘোষণা করেছে।
নিকি হ্যালির মতে, চীন অর্থনৈতিকভাবে ভালো করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আর্থিকভাবে তারা (চীন) ভালো করছে না। চীন সরকার সবকিছু আরও বেশি করে নিয়ন্ত্রণ করছে। তারা বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা তাদের ভুল কৌশল।’
ভারত এখন যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারতের বিশ্বাস নেই—এমন মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। ফক্স বিজনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এসব কথা বলেন তিনি।
নিকি হ্যালির দাবি, ভারত যুক্তরাষ্ট্রের অংশীদার হতে চায়। কিন্তু এখন পর্যন্ত তারা (ভারত) আমেরিকানদের নেতৃত্বে বিশ্বাস করে না। ৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী জোর দিয়ে বলেন, ‘আমি ভারতের সঙ্গে আলোচনা করেছি। দুই দেশের সম্পর্ক নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বে যেতে চায়, রাশিয়ার সঙ্গে নয়।’
তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের এই মনোভাবের কিছুটা অমিল দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন নিকি হ্যালি। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে, ভারত বিশ্বাস করে না যে যুক্তরাষ্ট্র জয়ী হতে পারবে। আমাদের নেতৃত্বে তাদের বিশ্বাস নেই। তারা এখন আমাদের দুর্বল হিসেবে দেখছে।’
রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট পদপ্রার্থী আরও বলেন, ভারত সব সময়ই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এখনো দিচ্ছে। তারা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কারণ, সেখান (রাশিয়া) থেকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম পায়।
তবে যুক্তরাষ্ট্র যখন তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আবার নেতৃত্ব দেওয়া শুরু করবে, তখন তাদের বন্ধু রাষ্ট্রগুলো যেমন—ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সবাই শক্ত অবস্থানে ফিরবে বলে আশা প্রকাশ করেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রকে তার জোট গঠন শুরু করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিকি হ্যালি সাক্ষাৎকারে আরও বলেন, জাপান নিজেদের চীনের ওপর কম নির্ভরশীল করার জন্য বিলিয়ন ডলারের উদ্দীপনা দিয়েছে। ভারতও চীনের ওপর নির্ভরতা কমাতে এক বিলিয়ন ডলারের উদ্দীপনা ঘোষণা করেছে।
নিকি হ্যালির মতে, চীন অর্থনৈতিকভাবে ভালো করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আর্থিকভাবে তারা (চীন) ভালো করছে না। চীন সরকার সবকিছু আরও বেশি করে নিয়ন্ত্রণ করছে। তারা বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা তাদের ভুল কৌশল।’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৪২ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৩ ঘণ্টা আগে