অনলাইন ডেস্ক
ভারতের জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত পাঁচ সেনার মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ সেনা। গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় এই হামলার ঘটনা ঘটে। সেই হামলার পরপরই ঘটনাস্থলে বাড়তি সেনা মোতায়েন করা হয়। ফলে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক একটি স্থানে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে স্থানীয় সময় গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে। সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের বহনকারী একটি গাড়িবহরকে অ্যামবুশে ফেলে আক্রমণ চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যানুসারে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে বেশ কয়েকটি হালকা ও ভারী যানে করে বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক স্থান হয়ে টহল দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনারা। একপর্যায়ে গাড়িবহরটির ওপর দুই দিক থেকে গুলি চালানো হয়। গাড়িগুলো ভারতীয় সেনাবাহিনীর ৯ম কর্পস বা রাইজিং স্টার কর্পসের।
ভারতীয় সেনাবাহিনীর দেওয়া তথ্যানুসারে, সন্ত্রাসীরা সংখ্যায় কতজন তা এখনো জানা যায়নি। তারা এমন জায়গায় থেকে হামলা চালায়, যার একদিকে পাহাড়, অন্যদিকে খাঁড়া ঢাল। প্রাথমিক রিপোর্টে অনুমান করা হয়েছে, হামলাকারীরা পাহাড়ের দিক থেকে নেমে এসে হামলা চালায়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে সেনাদের একটি ট্রাক পুড়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে থাকা ভারতীয় সেনারা হামলাকারীদের ওপর গুলি চালায়। সন্ত্রাসীরা যাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করার জন্য সেখানে বাড়তি সেনা পাঠানো হয়েছে। গুরুতর আহত সেনাদের কাঠুয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারতীয় সেনাদের ওপর এই হামলা এমন এক দিনে হলো, যেদিন স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল মুজাহিদীনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী। বুরহান ওয়ানি ২০১৬ সালের ৮ জুলাই জম্মু-কাশ্মীরে এক এনকাউন্টারে নিহত হন। এ ছাড়া, ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় এই হামলা হলো।
উল্লেখ্য, বিগত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে এটি চতুর্থ সন্ত্রাসী হামলার ঘটনা। গত ৬ ও ৭ জুলাই দক্ষিণ কাশ্মীরে দুটি পৃথক এনকাউন্টারে ছয় সন্ত্রাসী এবং দুই সেনাসদস্য নিহত হন। তার আগে গত শনিবার সকালে রাজৌরিতে হামলায় এক সেনাসদস্য আহত হন।
এর আগে ১১ ও ১২ জুন জোড়া সংঘর্ষে দুই সন্ত্রাসী ও এক সিআরপিএফ জওয়ান নিহত এবং ছয় নিরাপত্তাকর্মী আহত হন। ২৭ জুন ডোডায় তিন সন্ত্রাসী নিহত হয়। ধারণা করা হয়, এই তিনজনের কেউই জম্মু-কাশ্মীরের নয়। তার আগে, ৯ জুন সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৯ জন তীর্থযাত্রী নিহত হন।
ভারতের জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত পাঁচ সেনার মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ সেনা। গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় এই হামলার ঘটনা ঘটে। সেই হামলার পরপরই ঘটনাস্থলে বাড়তি সেনা মোতায়েন করা হয়। ফলে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক একটি স্থানে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে স্থানীয় সময় গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে। সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের বহনকারী একটি গাড়িবহরকে অ্যামবুশে ফেলে আক্রমণ চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যানুসারে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে বেশ কয়েকটি হালকা ও ভারী যানে করে বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক স্থান হয়ে টহল দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনারা। একপর্যায়ে গাড়িবহরটির ওপর দুই দিক থেকে গুলি চালানো হয়। গাড়িগুলো ভারতীয় সেনাবাহিনীর ৯ম কর্পস বা রাইজিং স্টার কর্পসের।
ভারতীয় সেনাবাহিনীর দেওয়া তথ্যানুসারে, সন্ত্রাসীরা সংখ্যায় কতজন তা এখনো জানা যায়নি। তারা এমন জায়গায় থেকে হামলা চালায়, যার একদিকে পাহাড়, অন্যদিকে খাঁড়া ঢাল। প্রাথমিক রিপোর্টে অনুমান করা হয়েছে, হামলাকারীরা পাহাড়ের দিক থেকে নেমে এসে হামলা চালায়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে সেনাদের একটি ট্রাক পুড়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে থাকা ভারতীয় সেনারা হামলাকারীদের ওপর গুলি চালায়। সন্ত্রাসীরা যাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করার জন্য সেখানে বাড়তি সেনা পাঠানো হয়েছে। গুরুতর আহত সেনাদের কাঠুয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারতীয় সেনাদের ওপর এই হামলা এমন এক দিনে হলো, যেদিন স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল মুজাহিদীনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী। বুরহান ওয়ানি ২০১৬ সালের ৮ জুলাই জম্মু-কাশ্মীরে এক এনকাউন্টারে নিহত হন। এ ছাড়া, ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় এই হামলা হলো।
উল্লেখ্য, বিগত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে এটি চতুর্থ সন্ত্রাসী হামলার ঘটনা। গত ৬ ও ৭ জুলাই দক্ষিণ কাশ্মীরে দুটি পৃথক এনকাউন্টারে ছয় সন্ত্রাসী এবং দুই সেনাসদস্য নিহত হন। তার আগে গত শনিবার সকালে রাজৌরিতে হামলায় এক সেনাসদস্য আহত হন।
এর আগে ১১ ও ১২ জুন জোড়া সংঘর্ষে দুই সন্ত্রাসী ও এক সিআরপিএফ জওয়ান নিহত এবং ছয় নিরাপত্তাকর্মী আহত হন। ২৭ জুন ডোডায় তিন সন্ত্রাসী নিহত হয়। ধারণা করা হয়, এই তিনজনের কেউই জম্মু-কাশ্মীরের নয়। তার আগে, ৯ জুন সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৯ জন তীর্থযাত্রী নিহত হন।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২৭ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে