অনলাইন ডেস্ক
ঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দেশটির উচ্চ আদালত। এ সংক্রান্ত এক শুনানিতে গতকাল বুধবার দিল্লি হাইকোর্ট ভারতের কেন্দ্রীয় সরকারকে নানাবিধ প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনে এমনটিই জানানো হয়েছে।
অক্সিজেন সংকটে থাকা ম্যাক্স গ্রুপ নামের হাসপাতাল কর্তৃপক্ষের একটি আবেদন শুনানিকালে আদালত ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন, কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে কেন?, মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে কেন্দ্রীয় সরকার কীভাবে এতটা অজ্ঞ?, অক্সিজেনের অভাবে মানুষ মরতে পারে না।
আদালত বলেন, ম্যাক্স হাসপাতাল ছাড়াও একাধিক হাসপাতাল অক্সিজেন সংকটের কথা জানিয়েছে।
শিল্প খাতে অক্সিজেনের সরবরাহ অব্যাহত রাখায় কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করে আদালত বলেন, এটি সত্যিই অপ্রত্যাশিত। যখন মানুষ মরছে, কেন্দ্রীয় সরকার তখন শিল্প নিয়ে ভাবছে। এর অর্থ—সরকারের কাছে জীবনের মূল্য নয়।
এর আগে গত মঙ্গলবার একই আদালত শুনানিতে কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতির প্রতি সংবেদনশীল হতে বলেছিলেন আদালত। শিল্প থেকে অক্সিজেনের সরবরাহ সরিয়ে তা চিকিৎসার কাজে ব্যবহার করতে বলা হয়েছিল। সেদিন আদালত বলেছিলেন, ‘অর্থনৈতিক স্বার্থ মানুষের জীবনের চেয়ে বেশি নয়। আমরা একটি দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি।’
শুনানির একপর্যায়ে আদালত বলেন, আমাদের চিন্তা শুধু দিল্লি নিয়েই নয়। আমরা জানতে চাই, কেন্দ্রীয় সরকার অক্সিজেন সরবরাহের জন্য গোটা ভারতে কী কী পদক্ষেপ নিয়েছে। অক্সিজেন সরবরাহ করা সরকারের দায়িত্ব। সে জন্য ভিক্ষা করবে, ঋণ করবে, নাকি চুরি করবে, সেটা সরকারের ব্যাপার।
উল্লেখ্য, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ১৪ হাজার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১০৪ জন।
ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন।
ঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দেশটির উচ্চ আদালত। এ সংক্রান্ত এক শুনানিতে গতকাল বুধবার দিল্লি হাইকোর্ট ভারতের কেন্দ্রীয় সরকারকে নানাবিধ প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনে এমনটিই জানানো হয়েছে।
অক্সিজেন সংকটে থাকা ম্যাক্স গ্রুপ নামের হাসপাতাল কর্তৃপক্ষের একটি আবেদন শুনানিকালে আদালত ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন, কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে কেন?, মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে কেন্দ্রীয় সরকার কীভাবে এতটা অজ্ঞ?, অক্সিজেনের অভাবে মানুষ মরতে পারে না।
আদালত বলেন, ম্যাক্স হাসপাতাল ছাড়াও একাধিক হাসপাতাল অক্সিজেন সংকটের কথা জানিয়েছে।
শিল্প খাতে অক্সিজেনের সরবরাহ অব্যাহত রাখায় কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করে আদালত বলেন, এটি সত্যিই অপ্রত্যাশিত। যখন মানুষ মরছে, কেন্দ্রীয় সরকার তখন শিল্প নিয়ে ভাবছে। এর অর্থ—সরকারের কাছে জীবনের মূল্য নয়।
এর আগে গত মঙ্গলবার একই আদালত শুনানিতে কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতির প্রতি সংবেদনশীল হতে বলেছিলেন আদালত। শিল্প থেকে অক্সিজেনের সরবরাহ সরিয়ে তা চিকিৎসার কাজে ব্যবহার করতে বলা হয়েছিল। সেদিন আদালত বলেছিলেন, ‘অর্থনৈতিক স্বার্থ মানুষের জীবনের চেয়ে বেশি নয়। আমরা একটি দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি।’
শুনানির একপর্যায়ে আদালত বলেন, আমাদের চিন্তা শুধু দিল্লি নিয়েই নয়। আমরা জানতে চাই, কেন্দ্রীয় সরকার অক্সিজেন সরবরাহের জন্য গোটা ভারতে কী কী পদক্ষেপ নিয়েছে। অক্সিজেন সরবরাহ করা সরকারের দায়িত্ব। সে জন্য ভিক্ষা করবে, ঋণ করবে, নাকি চুরি করবে, সেটা সরকারের ব্যাপার।
উল্লেখ্য, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ১৪ হাজার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১০৪ জন।
ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে