অনলাইন ডেস্ক
জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু ধসে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ঘটনার জের ধরে এবার দুর্ঘটনাকবলিত জাহাজটিতে থাকা ভারতীয় নাবিকদের ব্যঙ্গ করে একটি কার্টুন ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো এই কার্টুনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছে।
আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়ার আগে পাওয়ার বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি। কংক্রিটের পিলারে ধাক্কা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সেতুটি ভেঙে ৫০ ফুট নিচে পানিতে গিয়ে পড়ে। তবে এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে একটি জরুরি কল করার জন্য জাহাজে থাকা নাবিকদের প্রশংসা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই কলের ফলে তাৎক্ষণিকভাবে সেতুমুখী যান চলাচল বন্ধ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
তবে বাইডেন প্রশংসা করলেও ফক্সফোর্ড নামে একটি মার্কিন ভিত্তিক ওয়েবকমিক সংস্থা ঘটনাটি চিত্রায়ণ করতে একটি কার্টুন ভিডিও শেয়ার করেছে। অ্যানিমেশন ওই ভিডিওটিতে ভারতীয় চেহারার আদলে কয়েকজন নাবিককে কেবল কটি পরিয়ে স্বল্পবসনে উপস্থাপন করা হয়েছে। দেখা যাচ্ছে, অপ্রস্তুত ওই নাবিকেরা আসন্ন দুর্ঘটনার জন্য হাস্যরসাত্মক উপায়ে প্রস্তুতি নিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ভিডিওটি শেয়ার করে ফক্সফোর্ড কমিকস লিখেছে, ‘ঘটনার আগ মুহূর্তে ডালির ভেতর থেকে পাওয়া সর্বশেষ রেকর্ডিং।’
ভিডিওটির কার্টুন চরিত্রগুলো একে অপরের সঙ্গে বিপদগ্রস্ত অবস্থায় ভারতীয় উচ্চারণে ইংরেজিতে শপথ করছিল। নাবিকদের ব্যঙ্গ করা ওই ভিডিওটি ইতিমধ্যেই ৪২ লাখ ভিউ পেয়েছে। প্রায় ২ হাজারের বেশি মানুষ এতে মন্তব্য করেছেন। এসব মন্তব্যের বেশির ভাগই ভারতীয়দের উপহাস করে।
তবে ভিডিওটিকে সহজভাবে নেননি ভারতীয়রা। তারা ওই কমিক সংস্থাটির সমালোচনা করছেন। কার্টুনটি শেয়ার করে ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল দাবি করেন, দুর্ঘটনার সময় জাহাজটিকে পরিচালনা করছিলেন স্থানীয় এক পাইলট। তিনি লিখেছেন, ‘যখন জাহাজটি সেতুতে আঘাত করে, তখন এতে একজন স্থানীয় পাইলট ছিলেন। যাই হোক, নাবিকেরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল বলেই হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে।’
তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ভারতীয় নাবিকদের ‘নায়ক’ হিসেবেও আখ্যা দেন সঞ্জীব। আর পূজা সাংওয়ান নামে ভারতীয় এক নারী অ্যাক্সে লিখেছেন, ‘দুঃখজনক ঘটনাটির জন্য লোকেরা ভারতীয় নাবিকদের উপহাস করছে, এটা লজ্জাজনক। অথচ গভর্নর নিজেই নাবিকদের প্রশংসা করেছেন।’
জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু ধসে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ঘটনার জের ধরে এবার দুর্ঘটনাকবলিত জাহাজটিতে থাকা ভারতীয় নাবিকদের ব্যঙ্গ করে একটি কার্টুন ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো এই কার্টুনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছে।
আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়ার আগে পাওয়ার বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি। কংক্রিটের পিলারে ধাক্কা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সেতুটি ভেঙে ৫০ ফুট নিচে পানিতে গিয়ে পড়ে। তবে এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে একটি জরুরি কল করার জন্য জাহাজে থাকা নাবিকদের প্রশংসা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই কলের ফলে তাৎক্ষণিকভাবে সেতুমুখী যান চলাচল বন্ধ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
তবে বাইডেন প্রশংসা করলেও ফক্সফোর্ড নামে একটি মার্কিন ভিত্তিক ওয়েবকমিক সংস্থা ঘটনাটি চিত্রায়ণ করতে একটি কার্টুন ভিডিও শেয়ার করেছে। অ্যানিমেশন ওই ভিডিওটিতে ভারতীয় চেহারার আদলে কয়েকজন নাবিককে কেবল কটি পরিয়ে স্বল্পবসনে উপস্থাপন করা হয়েছে। দেখা যাচ্ছে, অপ্রস্তুত ওই নাবিকেরা আসন্ন দুর্ঘটনার জন্য হাস্যরসাত্মক উপায়ে প্রস্তুতি নিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ভিডিওটি শেয়ার করে ফক্সফোর্ড কমিকস লিখেছে, ‘ঘটনার আগ মুহূর্তে ডালির ভেতর থেকে পাওয়া সর্বশেষ রেকর্ডিং।’
ভিডিওটির কার্টুন চরিত্রগুলো একে অপরের সঙ্গে বিপদগ্রস্ত অবস্থায় ভারতীয় উচ্চারণে ইংরেজিতে শপথ করছিল। নাবিকদের ব্যঙ্গ করা ওই ভিডিওটি ইতিমধ্যেই ৪২ লাখ ভিউ পেয়েছে। প্রায় ২ হাজারের বেশি মানুষ এতে মন্তব্য করেছেন। এসব মন্তব্যের বেশির ভাগই ভারতীয়দের উপহাস করে।
তবে ভিডিওটিকে সহজভাবে নেননি ভারতীয়রা। তারা ওই কমিক সংস্থাটির সমালোচনা করছেন। কার্টুনটি শেয়ার করে ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল দাবি করেন, দুর্ঘটনার সময় জাহাজটিকে পরিচালনা করছিলেন স্থানীয় এক পাইলট। তিনি লিখেছেন, ‘যখন জাহাজটি সেতুতে আঘাত করে, তখন এতে একজন স্থানীয় পাইলট ছিলেন। যাই হোক, নাবিকেরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল বলেই হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে।’
তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ভারতীয় নাবিকদের ‘নায়ক’ হিসেবেও আখ্যা দেন সঞ্জীব। আর পূজা সাংওয়ান নামে ভারতীয় এক নারী অ্যাক্সে লিখেছেন, ‘দুঃখজনক ঘটনাটির জন্য লোকেরা ভারতীয় নাবিকদের উপহাস করছে, এটা লজ্জাজনক। অথচ গভর্নর নিজেই নাবিকদের প্রশংসা করেছেন।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২০ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগে