অনলাইন ডেস্ক
বহু নাটকীয়তা শেষে কংগ্রেসের প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতাকারীদের তালিকা নিশ্চিত হয়েছে। দিগ্বিজয় সিং কিংবা মুকুল ওয়াসনিক নয়, শশী থারুরের বিপরীতে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে। স্থানীয় সময় আজ শুক্রবার দলীয় মনোনয়ন দাখিলের শেষ দিনে মল্লিকার্জুন খাড়গে তাঁর মনোনয়ন দাখিল করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলীয় প্রধানের পদে লড়তে রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করতে পারেন মল্লিকার্জুন খাড়গে। কারণ কংগ্রেসের দলীয় নীতি অনুসারে কোনো এক ব্যক্তি একই সময়ে দলীয় ও রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকতে পারবেন না।
কংগ্রেসের উচ্চপর্যায়ের দলীয় নেতাদের মধ্যে ভূপিন্দর সিং হুদা, দিগ্বিজয় সিং, পৃথ্বীরাজ চৌহান, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, দলীয় মুখপাত্র এ এম সিংভি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন শশী থারুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে খাড়গের নাম প্রস্তাব করেন।
খাড়গে স্থানীয় সময় মনোনয়ন দাখিলের শেষ সময় আজ শুক্রবার বেলা ৩টার আগেই তাঁর মনোনয়ন দাখিল করেন। তাঁর সঙ্গে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দাখিল করেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী কে এন ত্রিপাঠি। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনি তা জমা দেননি। আজ সকালে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এক বৈঠকের পর দিগ্বিজয় সিং তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
কংগ্রেসের ওই সূত্র আরও জানিয়েছে, গত রাতে কংগ্রেসের আরেক প্রবীণ নেতা কেসি বেনুগোপাল মল্লিকার্জুন খাড়গেকে জানান, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চায় খাড়গে যেন দলীয় প্রধানের পদে নির্বাচন করেন। খাড়গের প্রতি গান্ধী পরিবারের সমর্থন রয়েছে এমন গুজব থাকলেও গান্ধী পরিবার জানিয়েছে, তাঁরা এ বিষয়ে নিরপেক্ষে থাকবে।
এদিকে, গতকাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়াই না করার ঘোষণা দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। রাজস্থানে দলীয় বিধায়কদের বিদ্রোহ প্রশমিত করতেই ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে তিনি দলীয় প্রেসিডেন্টের পদে নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছেন। অশোক গেহলট বলেন, তিনি তাঁর দলীয় প্রধানের পদে লড়ার বিষয় নিয়ে রাজস্থানের রাজনীতিতে উদ্ভূত সংকটের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চাইবেন। সোনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে অশোক গেহলট নিজের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অশোক গেহলট বলেছেন, কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীই নির্ধারণ করবেন কংগ্রেসে মুখ্যমন্ত্রীর পদে কে থাকবে।
বহু নাটকীয়তা শেষে কংগ্রেসের প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতাকারীদের তালিকা নিশ্চিত হয়েছে। দিগ্বিজয় সিং কিংবা মুকুল ওয়াসনিক নয়, শশী থারুরের বিপরীতে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে। স্থানীয় সময় আজ শুক্রবার দলীয় মনোনয়ন দাখিলের শেষ দিনে মল্লিকার্জুন খাড়গে তাঁর মনোনয়ন দাখিল করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলীয় প্রধানের পদে লড়তে রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করতে পারেন মল্লিকার্জুন খাড়গে। কারণ কংগ্রেসের দলীয় নীতি অনুসারে কোনো এক ব্যক্তি একই সময়ে দলীয় ও রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকতে পারবেন না।
কংগ্রেসের উচ্চপর্যায়ের দলীয় নেতাদের মধ্যে ভূপিন্দর সিং হুদা, দিগ্বিজয় সিং, পৃথ্বীরাজ চৌহান, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, দলীয় মুখপাত্র এ এম সিংভি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন শশী থারুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে খাড়গের নাম প্রস্তাব করেন।
খাড়গে স্থানীয় সময় মনোনয়ন দাখিলের শেষ সময় আজ শুক্রবার বেলা ৩টার আগেই তাঁর মনোনয়ন দাখিল করেন। তাঁর সঙ্গে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দাখিল করেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী কে এন ত্রিপাঠি। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনি তা জমা দেননি। আজ সকালে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এক বৈঠকের পর দিগ্বিজয় সিং তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
কংগ্রেসের ওই সূত্র আরও জানিয়েছে, গত রাতে কংগ্রেসের আরেক প্রবীণ নেতা কেসি বেনুগোপাল মল্লিকার্জুন খাড়গেকে জানান, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চায় খাড়গে যেন দলীয় প্রধানের পদে নির্বাচন করেন। খাড়গের প্রতি গান্ধী পরিবারের সমর্থন রয়েছে এমন গুজব থাকলেও গান্ধী পরিবার জানিয়েছে, তাঁরা এ বিষয়ে নিরপেক্ষে থাকবে।
এদিকে, গতকাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়াই না করার ঘোষণা দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। রাজস্থানে দলীয় বিধায়কদের বিদ্রোহ প্রশমিত করতেই ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে তিনি দলীয় প্রেসিডেন্টের পদে নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছেন। অশোক গেহলট বলেন, তিনি তাঁর দলীয় প্রধানের পদে লড়ার বিষয় নিয়ে রাজস্থানের রাজনীতিতে উদ্ভূত সংকটের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চাইবেন। সোনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে অশোক গেহলট নিজের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অশোক গেহলট বলেছেন, কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীই নির্ধারণ করবেন কংগ্রেসে মুখ্যমন্ত্রীর পদে কে থাকবে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে