অনলাইন ডেস্ক
নতুন করে পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়া সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়া জানিয়েছে, তাঁরা এই প্রথম এমন বৈশিষ্ট্য সংবলিত সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে একটি নতুন সংযোজন হবে বলে উল্লেখ করেছে তারা এবং ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে বলেছেন, ‘এটি মস্কোর শত্রুদের নতুন করে ভাবতে বাধ্য করবে।’
ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্লেসেৎস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। পরে এটি প্রায় ৬ হাজার কিলোমিটার দূরবর্তী রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করে আসছে রাশিয়া। ফলে এই পরীক্ষা হয়তো রাশিয়ার প্রতিপক্ষ দেশগুলোর জন্য নতুন কোনো সংবাদ নয়। তবে, এই পরীক্ষা যে—ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরও গভীর করবে এবং ইউক্রেনের মিত্রদের নতুন করে ভাবতে বাধ্য করবে সে বিষয়ে নিশ্চিত বিশ্লেষকেরা।
নতুন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেছেন, ‘নতুন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষার সব আধুনিক কৌশলকে অতিক্রম করতে সক্ষম। বিশ্বে এটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ও দীর্ঘ সময় এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেও না।’
পুতিন আরও বলেন, ‘এই অনন্য অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে। বাহ্যিক হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের জন্য চিন্তার নতুন খোরাক জোগাবে।’
ইউএস কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে, সারমাত সিরিজের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে ১০টি বা তার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র যুক্ত করা সম্ভব হবে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সারমাত ক্ষেপণাস্ত্রটিকে প্লেসেৎস্কের একটি মিসাইল সাইলো থেকে উৎক্ষেপণ করা হয়। এবং পরে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৬,০০০ কিলোমিটার দূরত্বের প্রশান্ত মহাসাগরের দ্বীপ কামচাটকার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে। সারমাত হলো—সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা বিশ্বের দীর্ঘতম পাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম, যা আমাদের দেশের কৌশলগত পারমাণবিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।’
বিশ্ব সম্পর্কিত পড়ুন:
নতুন করে পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়া সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়া জানিয়েছে, তাঁরা এই প্রথম এমন বৈশিষ্ট্য সংবলিত সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে একটি নতুন সংযোজন হবে বলে উল্লেখ করেছে তারা এবং ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে বলেছেন, ‘এটি মস্কোর শত্রুদের নতুন করে ভাবতে বাধ্য করবে।’
ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্লেসেৎস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। পরে এটি প্রায় ৬ হাজার কিলোমিটার দূরবর্তী রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করে আসছে রাশিয়া। ফলে এই পরীক্ষা হয়তো রাশিয়ার প্রতিপক্ষ দেশগুলোর জন্য নতুন কোনো সংবাদ নয়। তবে, এই পরীক্ষা যে—ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরও গভীর করবে এবং ইউক্রেনের মিত্রদের নতুন করে ভাবতে বাধ্য করবে সে বিষয়ে নিশ্চিত বিশ্লেষকেরা।
নতুন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেছেন, ‘নতুন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষার সব আধুনিক কৌশলকে অতিক্রম করতে সক্ষম। বিশ্বে এটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ও দীর্ঘ সময় এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেও না।’
পুতিন আরও বলেন, ‘এই অনন্য অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে। বাহ্যিক হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের জন্য চিন্তার নতুন খোরাক জোগাবে।’
ইউএস কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে, সারমাত সিরিজের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে ১০টি বা তার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র যুক্ত করা সম্ভব হবে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সারমাত ক্ষেপণাস্ত্রটিকে প্লেসেৎস্কের একটি মিসাইল সাইলো থেকে উৎক্ষেপণ করা হয়। এবং পরে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৬,০০০ কিলোমিটার দূরত্বের প্রশান্ত মহাসাগরের দ্বীপ কামচাটকার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে। সারমাত হলো—সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা বিশ্বের দীর্ঘতম পাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম, যা আমাদের দেশের কৌশলগত পারমাণবিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।’
বিশ্ব সম্পর্কিত পড়ুন:
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৮ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৮ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৯ ঘণ্টা আগে