অনলাইন ডেস্ক
রাশিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রদের দখলে থাকা দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর গোলায় অন্তত ৪০ জন যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। ওই ৪০ জন যুদ্ধবন্দীর সবাই ইউক্রেনের নাগরিক এবং তাদের ওলেনিভকা নামক এলাকার একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৪০ জনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন কোনো আক্রমণ চালায়নি। তারা রাশিয়ার সেনাবাহিনীকেই এই হামলার জন্য দায়ী করে।
রাশিয়ার মিত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র দানিল বেজসোনভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাটি সরাসরি ক্যাম্পের যে বিল্ডিংয়ে বন্দীদের রাখা হয়েছিল সেটিতে আঘাত হানে। তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি মরদেহও দেখতে পাওয়া যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া ওই ক্যাম্পে তাদের চালানো নির্যাতনের প্রমাণ মুছে ফেলতেই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘রুশ দখলদারেরা তাদের দখলদারত্ব বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়ে তাঁর দায় ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত করতে চায়। বন্দীদের নির্যাতন করার প্রমাণ মুছে ফেলতেই রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ান শত্রুরা যুদ্ধের প্রকৃত তথ্য লুকাতে তাদের প্রচারণা পদ্ধতি ব্যবহার করেই যাচ্ছে। সর্বশেষ তাঁরা এই লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার দায় চাপাতে চাইছে। এর একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের ঘৃণ্য আচরণ লুকিয়ে রাখা।’
রাশিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রদের দখলে থাকা দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর গোলায় অন্তত ৪০ জন যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। ওই ৪০ জন যুদ্ধবন্দীর সবাই ইউক্রেনের নাগরিক এবং তাদের ওলেনিভকা নামক এলাকার একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৪০ জনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন কোনো আক্রমণ চালায়নি। তারা রাশিয়ার সেনাবাহিনীকেই এই হামলার জন্য দায়ী করে।
রাশিয়ার মিত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র দানিল বেজসোনভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাটি সরাসরি ক্যাম্পের যে বিল্ডিংয়ে বন্দীদের রাখা হয়েছিল সেটিতে আঘাত হানে। তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি মরদেহও দেখতে পাওয়া যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া ওই ক্যাম্পে তাদের চালানো নির্যাতনের প্রমাণ মুছে ফেলতেই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘রুশ দখলদারেরা তাদের দখলদারত্ব বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়ে তাঁর দায় ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত করতে চায়। বন্দীদের নির্যাতন করার প্রমাণ মুছে ফেলতেই রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ান শত্রুরা যুদ্ধের প্রকৃত তথ্য লুকাতে তাদের প্রচারণা পদ্ধতি ব্যবহার করেই যাচ্ছে। সর্বশেষ তাঁরা এই লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার দায় চাপাতে চাইছে। এর একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের ঘৃণ্য আচরণ লুকিয়ে রাখা।’
যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
৮ মিনিট আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৩ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
৪ ঘণ্টা আগে