অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়া। রাশিয়ার একটি তদন্ত কমিটি ফেসবুকে রুশ সৈন্য এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘সহিংস বার্তা’ প্রকাশের সুযোগ উন্মুক্ত করলে রাশিয়ার আইনজীবীরা এই মামলা করেন। শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রুশ তদন্ত কমিটির বিবৃতি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক আমেরিকান প্রতিষ্ঠান মেটার কর্মীদের তরফ থেকে রাশিয়ার নাগরিকদের অবৈধভাবে ‘হত্যা ও সহিংসতাকারী’ বলার আহ্বান জানানোর অপরাধে একটি ফৌজদারি মামলা শুরু করা হয়েছে।’
রাশিয়ার তদন্ত কমিটির ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ক্রিয়াকলাপ রাশিয়ার ফৌজদারি আইনের ২৮০ ও ২০৫ দশমিক ১-এর অধীনে—মেটাকে চরমপন্থী কার্যকলাপে জনসাধারণকে আহ্বান, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’
এর আগে, ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে সহিংস কথা প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দেয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ সৈন্যদের মৃত্যু কামনা করে হিংসাত্মক বাণী প্রচার করার জন্য অস্থায়ীভাবে সম্মতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে রুশ বেসামরিক নাগরিকদের কটাক্ষ করে কিছু প্রচার করার অনুমতি দেয়নি মেটা।
জবাবে, ফেসবুকের মাতৃ প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার আইনজীবীরা। দেশটির একটি আদালতে তাঁরা এই আহ্বান জানান। শুক্রবার রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের পরিষেবা সীমাবদ্ধ করার জন্য দেশটির যোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়া। রাশিয়ার একটি তদন্ত কমিটি ফেসবুকে রুশ সৈন্য এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘সহিংস বার্তা’ প্রকাশের সুযোগ উন্মুক্ত করলে রাশিয়ার আইনজীবীরা এই মামলা করেন। শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রুশ তদন্ত কমিটির বিবৃতি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক আমেরিকান প্রতিষ্ঠান মেটার কর্মীদের তরফ থেকে রাশিয়ার নাগরিকদের অবৈধভাবে ‘হত্যা ও সহিংসতাকারী’ বলার আহ্বান জানানোর অপরাধে একটি ফৌজদারি মামলা শুরু করা হয়েছে।’
রাশিয়ার তদন্ত কমিটির ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ক্রিয়াকলাপ রাশিয়ার ফৌজদারি আইনের ২৮০ ও ২০৫ দশমিক ১-এর অধীনে—মেটাকে চরমপন্থী কার্যকলাপে জনসাধারণকে আহ্বান, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’
এর আগে, ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে সহিংস কথা প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দেয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ সৈন্যদের মৃত্যু কামনা করে হিংসাত্মক বাণী প্রচার করার জন্য অস্থায়ীভাবে সম্মতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে রুশ বেসামরিক নাগরিকদের কটাক্ষ করে কিছু প্রচার করার অনুমতি দেয়নি মেটা।
জবাবে, ফেসবুকের মাতৃ প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার আইনজীবীরা। দেশটির একটি আদালতে তাঁরা এই আহ্বান জানান। শুক্রবার রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের পরিষেবা সীমাবদ্ধ করার জন্য দেশটির যোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৪ ঘণ্টা আগে