অনলাইন ডেস্ক
জার্মানিতে ৮৭ বার করোনার টিকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ফ্রি প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকাবিরোধীরা ওই ব্যক্তিকে একের পর এক টিকা নেওয়ার জন্য অর্থ দিয়েছেন। এ জন্য তিনি এতবার টিকা নিয়েছেন।
তবে ওই ব্যক্তির নাম না প্রকাশ করা হলেও প্রতিবেদনে জানানো হয়েছে তাঁর বয়স ৬১ বছর। তিনি জার্মানির স্যাক্সনি এবং কমপক্ষে ভিন্ন ভিন্ন আরও তিনটি প্রদেশ থেকে এসব টিকা নিয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রতিদিন তিনটি ভিন্ন টিকাকেন্দ্রে যেতেন। সেখানে তিনি তাঁর নাম ও জন্ম তারিখ বলে টিকা নিতেন। কিন্তু তিনি কখনো তাঁর স্বাস্থ্যবীমা কার্ড দেখাতেন না। এ জন্য তিনি এতবার টিকা নিতে পেরেছেন। কারণ স্বাস্থ্য বীমা কার্ডে টিকার পুরো তথ্য থাকে।
ড্রেসডেন এলাকার একটি টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যখন ওই ব্যক্তি লিপজিগের একটি টিকাকেন্দ্রে প্রবেশ করেন, তখন টিকাকেন্দ্রের কর্মীরা পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রেডক্রস বলছে, ওই ব্যক্তি প্রতিবার টিকা নিয়ে সেখানে আরেকজনের তথ্য দিয়ে তাঁকে সেই সনদ দিতেন। যারা টিকা নিতে আগ্রহী নন, তিনি নিজে টিকা নিয়ে অর্থের বিনিময়ে সেই সনদ অন্যদের দিতেন। এ জন্য রেড ক্রস ওই ব্যক্তির বিরুদ্ধে টিকার সনদ বিক্রির অভিযোগ এনেছে। এ ছাড়া স্যাক্সনি ও অন্যান্য রাজ্যে তাঁর এই অপরাধের তদন্ত চলছে।
জার্মানিতে ৮৭ বার করোনার টিকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ফ্রি প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকাবিরোধীরা ওই ব্যক্তিকে একের পর এক টিকা নেওয়ার জন্য অর্থ দিয়েছেন। এ জন্য তিনি এতবার টিকা নিয়েছেন।
তবে ওই ব্যক্তির নাম না প্রকাশ করা হলেও প্রতিবেদনে জানানো হয়েছে তাঁর বয়স ৬১ বছর। তিনি জার্মানির স্যাক্সনি এবং কমপক্ষে ভিন্ন ভিন্ন আরও তিনটি প্রদেশ থেকে এসব টিকা নিয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রতিদিন তিনটি ভিন্ন টিকাকেন্দ্রে যেতেন। সেখানে তিনি তাঁর নাম ও জন্ম তারিখ বলে টিকা নিতেন। কিন্তু তিনি কখনো তাঁর স্বাস্থ্যবীমা কার্ড দেখাতেন না। এ জন্য তিনি এতবার টিকা নিতে পেরেছেন। কারণ স্বাস্থ্য বীমা কার্ডে টিকার পুরো তথ্য থাকে।
ড্রেসডেন এলাকার একটি টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যখন ওই ব্যক্তি লিপজিগের একটি টিকাকেন্দ্রে প্রবেশ করেন, তখন টিকাকেন্দ্রের কর্মীরা পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রেডক্রস বলছে, ওই ব্যক্তি প্রতিবার টিকা নিয়ে সেখানে আরেকজনের তথ্য দিয়ে তাঁকে সেই সনদ দিতেন। যারা টিকা নিতে আগ্রহী নন, তিনি নিজে টিকা নিয়ে অর্থের বিনিময়ে সেই সনদ অন্যদের দিতেন। এ জন্য রেড ক্রস ওই ব্যক্তির বিরুদ্ধে টিকার সনদ বিক্রির অভিযোগ এনেছে। এ ছাড়া স্যাক্সনি ও অন্যান্য রাজ্যে তাঁর এই অপরাধের তদন্ত চলছে।
শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
৩৫ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
২ ঘণ্টা আগে