অনলাইন ডেস্ক
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভ থেকে রাশিয়ার সৈন্যদের পশ্চাদপসরণে বাধ্য করেছে বলে দাবি করেছে ইউক্রেন। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার যুদ্ধে ইউক্রেন জয়ী হয়েছে এমন তথ্যই দিয়েছে একটি মার্কিন থিংক ট্যাংক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, এই অঞ্চল থেকে শত্রুবাহিনী কর্তৃক খারকিভ দখলের প্রচেষ্টা নিরস্ত করে তাদের সেনা ইউনিটগুলো প্রত্যাহার নিশ্চিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তবে রয়টার্সের সাংবাদিকেরা বলছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে।
মস্কো এখনো খারকিভের আশপাশের এলাকায় বোমাবর্ষণ করছে বলে জানা গেছে। সর্বশেষ খারকিভ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে গত শুক্রবার রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের একটি অস্ত্রের ডিপোতে আঘাত করেছে বলে দাবি করেছে রাশিয়ার সংবাদমাধ্যম।
ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর খারকিভ দখল করা রাশিয়ার সেনাবাহিনীর উদ্দেশ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল। শহরটিতে আক্রমণের সময় রুশ সৈন্যরা সেখানে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছিল। ইউক্রেনের দাবি, রাশিয়ার এই হামলায় শত শত বেসামরিক লোক নিহত হয়েছিল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর সর্বশেষ ভিডিও ভাষণে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী দেশকে রাশিয়ার কাছ থেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভ থেকে রাশিয়ার সৈন্যদের পশ্চাদপসরণে বাধ্য করেছে বলে দাবি করেছে ইউক্রেন। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার যুদ্ধে ইউক্রেন জয়ী হয়েছে এমন তথ্যই দিয়েছে একটি মার্কিন থিংক ট্যাংক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, এই অঞ্চল থেকে শত্রুবাহিনী কর্তৃক খারকিভ দখলের প্রচেষ্টা নিরস্ত করে তাদের সেনা ইউনিটগুলো প্রত্যাহার নিশ্চিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তবে রয়টার্সের সাংবাদিকেরা বলছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে।
মস্কো এখনো খারকিভের আশপাশের এলাকায় বোমাবর্ষণ করছে বলে জানা গেছে। সর্বশেষ খারকিভ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে গত শুক্রবার রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের একটি অস্ত্রের ডিপোতে আঘাত করেছে বলে দাবি করেছে রাশিয়ার সংবাদমাধ্যম।
ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর খারকিভ দখল করা রাশিয়ার সেনাবাহিনীর উদ্দেশ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল। শহরটিতে আক্রমণের সময় রুশ সৈন্যরা সেখানে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছিল। ইউক্রেনের দাবি, রাশিয়ার এই হামলায় শত শত বেসামরিক লোক নিহত হয়েছিল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর সর্বশেষ ভিডিও ভাষণে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী দেশকে রাশিয়ার কাছ থেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার একদিন পরই রাশিয়ায় মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেরাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
২ ঘণ্টা আগেবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
৩ ঘণ্টা আগেইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করায় ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরে ব্যবহৃত জাহাজ ও বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে