রুশ প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যা করা উচিত: মস্কোপন্থী কর্মকর্তা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০: ৩১

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর আত্মহত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন সম্প্রতি রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনীয় অঞ্চলের নিযুক্ত এক কর্মকর্তা। ইউক্রেনে সম্প্রতি রাশিয়ার সামরিক ব্যর্থতার কারণে শোইগুর নিজেকে গুলি করে মরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।
 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার খেরসন প্রশাসনের প্রধান কিরিল স্ত্রেমোসোভ চার মিনিট দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি যুদ্ধক্ষেত্রে কী কী ঘটছে, সেই সমস্যাগুলো বুঝতে ব্যর্থ হওয়ায় জন্য মস্কোর ‘জেনারেল ও মন্ত্রীদের’ প্রকাশ্যে তিরস্কার করেছেন।

কিরিল স্ত্রেমোসোভ ইউক্রেনে রাশিয়ার সেনাদের পশ্চাৎপসরণের বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘অনেকে বলেন, তাঁরা যদি প্রতিরক্ষামন্ত্রী, যিনি রাষ্ট্রকে এমন একটি অবস্থায় ফেলেছেন, তবে তাঁরা একজন সৈনিক হিসেবে নিজেই নিজেদের গুলি করে হত্যা করতেন।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর প্রশাসনের শীর্ষ কোনো মন্ত্রী বা জেনারেলদের বিপক্ষে এমন প্রকাশ্য সমালোচনা অত্যন্ত বিরল।

এদিকে সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জনের দাবি করেছে ইউক্রেন। প্রতিপক্ষ রাশিয়াও স্বীকার করেছে, ইউক্রেনের সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে প্রতিরক্ষাব্যূহ ভেঙে অনেক গভীরে প্রবেশ করেছে। সর্বশেষ কিয়েভ দাবি করেছে, তাদের সেনারা খেরসনে অন্তত ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে, তাদের সেনারা ‘রাশিয়ার অন্তর্ভুক্ত’ খেরসনে অন্তত ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। দেশটির দাবি, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অগ্রগতি অর্জিত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা মুক্ত করেছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত