অনলাইন ডেস্ক
বিজ্ঞাপনচিত্রে গাজার ধ্বংসযজ্ঞের সঙ্গে মিল থাকায় তোপের মুখে পড়েছে স্পেনের ফ্যাশন রিটেইলার ‘জারা’। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে মানুষের ভোগান্তিকে উপহাস করার অভিযোগে ব্র্যান্ডটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জারার আতেলিয়ের সিরিজের অংশ হিসেবে ‘দ্য জ্যাকেট’ নামের এ বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ক্রিস্টেন ম্যাকমেনামি। বিজ্ঞাপনে দেখা যায়, ম্যাকমেনামির কাঁধে সাদা পলিথিনে মোড়া একটি ম্যানেকিন (পোশাক প্রদর্শনের জন্য ব্যবহৃত কাঠ বা পলিমারের মূর্তি)। দেখতে কাফনে মোড়ানো লাশ। তাঁর আশপাশে থাকা অন্যান্য ম্যানেকিনগুলোর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নেই। চারপাশ ঘিরে ধ্বংসস্তূপ।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ ছবির পটভূমিকে গাজায় চলমান ইসরায়েল–হামাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞের প্রতিরূপ বলে অভিযোগ করেছেন।
এমনকি একজন সমালোচক ছবিটির পেছনে থাকা প্লাস্টার বোর্ডকে ফিলিস্তিনের মানচিত্রের মতো দেখতে বলে উল্লেখ করেছেন।
এ বিজ্ঞাপনের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জারা ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন অনেক নেটিজেন। তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এ বিজ্ঞাপনের সব পোস্ট সরিয়ে ফেলেছে। তবে এখনো কোনো বিবৃতি দেয়নি তারা।
ফিলিস্তিনি শিল্পী হাজেম হার্ব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মৃত্যু এবং ধ্বংসকে ফ্যাশনের পটভূমি হিসেবে ব্যবহার করা পাপের চেয়েও বেশি। এটি কুকর্মে সহযোগিতা করার সমান। ভোক্তা হিসেবে আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত, জারাকে বয়কট করুন।’
ইনফ্লুয়েন্সার নূর আমরা ও হিনা চিমাও ইনস্টাগ্রামে লেখেন, ‘গাজায় কাফনে মোড়ানো লাশের বিধ্বংসী চিত্র আমরা সবাই দেখেছি...এটা স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি ইচ্ছাকৃত উপহাস। তাঁরা ঠিক জানতেন, তাঁরা কী করছেন।’
এ পোস্টের মন্তব্যের ঘরে কসমেটিক ব্র্যান্ড হুদা বিউটির প্রেসিডেন্ট বলেছেন, ‘অসুস্থ মানসিকতা!’
এক এক্স ব্যবহারকারী বলেন, ‘এত দিন আমার প্রিয় ব্র্যান্ড ছিল। পুরো আলমারিতে জারার পোশাক ছিল। এ পোশাকগুলো এক আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি এবং আর কখনোই কিনছি না।’
গত অক্টোবরে ইসরায়েলি কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন জিভিরের নির্বাচনী প্রচারণার আয়োজন করেছিল জারার ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজি। ওই সময়ও ইসরায়েলি আরবরা জারা বয়কটের ডাক দেন।
এর আগে জারার বিরুদ্ধে ইহুদি–বিদ্বেষের অভিযোগও উঠেছিল। ২০০৭ সালে হ্যান্ডব্যাগে স্বস্তিকা চিহ্ন থাকায় সমালোচনার মুখে সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে জারা। এ ছাড়া ২০১৪ সালে টি–শার্টের ডিজাইন ইহুদি কনসেন্ট্র্রেশন ক্যাম্পে বন্দীদের ইউনিফর্মের মতো হওয়ায় সমালোচনার মুখে পড়ে এ বহুজাতিক ব্র্যান্ড।
বিজ্ঞাপনচিত্রে গাজার ধ্বংসযজ্ঞের সঙ্গে মিল থাকায় তোপের মুখে পড়েছে স্পেনের ফ্যাশন রিটেইলার ‘জারা’। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে মানুষের ভোগান্তিকে উপহাস করার অভিযোগে ব্র্যান্ডটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জারার আতেলিয়ের সিরিজের অংশ হিসেবে ‘দ্য জ্যাকেট’ নামের এ বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ক্রিস্টেন ম্যাকমেনামি। বিজ্ঞাপনে দেখা যায়, ম্যাকমেনামির কাঁধে সাদা পলিথিনে মোড়া একটি ম্যানেকিন (পোশাক প্রদর্শনের জন্য ব্যবহৃত কাঠ বা পলিমারের মূর্তি)। দেখতে কাফনে মোড়ানো লাশ। তাঁর আশপাশে থাকা অন্যান্য ম্যানেকিনগুলোর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নেই। চারপাশ ঘিরে ধ্বংসস্তূপ।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ ছবির পটভূমিকে গাজায় চলমান ইসরায়েল–হামাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞের প্রতিরূপ বলে অভিযোগ করেছেন।
এমনকি একজন সমালোচক ছবিটির পেছনে থাকা প্লাস্টার বোর্ডকে ফিলিস্তিনের মানচিত্রের মতো দেখতে বলে উল্লেখ করেছেন।
এ বিজ্ঞাপনের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জারা ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন অনেক নেটিজেন। তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এ বিজ্ঞাপনের সব পোস্ট সরিয়ে ফেলেছে। তবে এখনো কোনো বিবৃতি দেয়নি তারা।
ফিলিস্তিনি শিল্পী হাজেম হার্ব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মৃত্যু এবং ধ্বংসকে ফ্যাশনের পটভূমি হিসেবে ব্যবহার করা পাপের চেয়েও বেশি। এটি কুকর্মে সহযোগিতা করার সমান। ভোক্তা হিসেবে আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত, জারাকে বয়কট করুন।’
ইনফ্লুয়েন্সার নূর আমরা ও হিনা চিমাও ইনস্টাগ্রামে লেখেন, ‘গাজায় কাফনে মোড়ানো লাশের বিধ্বংসী চিত্র আমরা সবাই দেখেছি...এটা স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি ইচ্ছাকৃত উপহাস। তাঁরা ঠিক জানতেন, তাঁরা কী করছেন।’
এ পোস্টের মন্তব্যের ঘরে কসমেটিক ব্র্যান্ড হুদা বিউটির প্রেসিডেন্ট বলেছেন, ‘অসুস্থ মানসিকতা!’
এক এক্স ব্যবহারকারী বলেন, ‘এত দিন আমার প্রিয় ব্র্যান্ড ছিল। পুরো আলমারিতে জারার পোশাক ছিল। এ পোশাকগুলো এক আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি এবং আর কখনোই কিনছি না।’
গত অক্টোবরে ইসরায়েলি কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন জিভিরের নির্বাচনী প্রচারণার আয়োজন করেছিল জারার ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজি। ওই সময়ও ইসরায়েলি আরবরা জারা বয়কটের ডাক দেন।
এর আগে জারার বিরুদ্ধে ইহুদি–বিদ্বেষের অভিযোগও উঠেছিল। ২০০৭ সালে হ্যান্ডব্যাগে স্বস্তিকা চিহ্ন থাকায় সমালোচনার মুখে সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে জারা। এ ছাড়া ২০১৪ সালে টি–শার্টের ডিজাইন ইহুদি কনসেন্ট্র্রেশন ক্যাম্পে বন্দীদের ইউনিফর্মের মতো হওয়ায় সমালোচনার মুখে পড়ে এ বহুজাতিক ব্র্যান্ড।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে