অনলাইন ডেস্ক
তিন কিশোর পুত্রকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। স্থানীয় সময় আজ সোমবার তিনি বলেছেন, তিনি তাঁর ১৪,১৫ এবং ১৬ বছর বয়সী তিন পুত্রকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাবেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রমজান কাদিরভ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি পুত্রদের যুদ্ধের যাওয়ার বিষয়টি উল্লেখ করে লিখেছেন, ‘তাদের সত্যিকারের লড়াইয়ে নিজেদের প্রমাণ করার সময় এসেছে এবং আমি কেবল এই ইচ্ছাকে স্বাগতই জানাতে পারি।’
কাদিরভ কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে একটি শুটিং রেঞ্জে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করতে দেখা যায় তাঁর কিশোর পুত্রদের। এই বিষয়ে কাদিরভ বলেন, ‘শিগগিরই তারা যুদ্ধের ফ্রন্ট লাইনে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন বিভাগ যোগাযোগ লাইনের সামনের অংশেই থাকবে।’ রমজান কাদিরভের তিন পুত্রের নাম হলো—১৬ বছর বয়সী আখমাত, ১৫ বছর বয়সী এলি এবং ১৪ বছরের কিশোর আদাম। কাদিরভ জানিয়েছেন, তারা আরও অনেক আগে থেকেই সামরিক প্রশিক্ষণ শুরু করেছে।
কাদিরভ বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করতাম যে, কোনো পিতার মূল লক্ষ্য হলো তাঁর সন্তানদের মধ্যে ধর্মবোধ জাগানো, তাদের পরিবার, জনগণ, পিতৃভূমিকে রক্ষা করতে শেখানো। যদি শান্তি চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুত হও! আখমত, এলি এবং অ্যাডাম তাদের দক্ষতা দেখাতে প্রস্তুত এবং এটি নিয়ে আমি মোটেও মজা করছি না।’
তিন কিশোর পুত্রকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। স্থানীয় সময় আজ সোমবার তিনি বলেছেন, তিনি তাঁর ১৪,১৫ এবং ১৬ বছর বয়সী তিন পুত্রকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাবেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রমজান কাদিরভ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি পুত্রদের যুদ্ধের যাওয়ার বিষয়টি উল্লেখ করে লিখেছেন, ‘তাদের সত্যিকারের লড়াইয়ে নিজেদের প্রমাণ করার সময় এসেছে এবং আমি কেবল এই ইচ্ছাকে স্বাগতই জানাতে পারি।’
কাদিরভ কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে একটি শুটিং রেঞ্জে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করতে দেখা যায় তাঁর কিশোর পুত্রদের। এই বিষয়ে কাদিরভ বলেন, ‘শিগগিরই তারা যুদ্ধের ফ্রন্ট লাইনে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন বিভাগ যোগাযোগ লাইনের সামনের অংশেই থাকবে।’ রমজান কাদিরভের তিন পুত্রের নাম হলো—১৬ বছর বয়সী আখমাত, ১৫ বছর বয়সী এলি এবং ১৪ বছরের কিশোর আদাম। কাদিরভ জানিয়েছেন, তারা আরও অনেক আগে থেকেই সামরিক প্রশিক্ষণ শুরু করেছে।
কাদিরভ বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করতাম যে, কোনো পিতার মূল লক্ষ্য হলো তাঁর সন্তানদের মধ্যে ধর্মবোধ জাগানো, তাদের পরিবার, জনগণ, পিতৃভূমিকে রক্ষা করতে শেখানো। যদি শান্তি চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুত হও! আখমত, এলি এবং অ্যাডাম তাদের দক্ষতা দেখাতে প্রস্তুত এবং এটি নিয়ে আমি মোটেও মজা করছি না।’
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
৪ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
৬ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
৭ ঘণ্টা আগে