অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধে আরও সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পর রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ থেকে রুশ নিরাপত্তা বাহিনী অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তিকে আটক করেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভ পর্যবেক্ষণকারী স্থানীয় গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়াজুড়ে ৩৮টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩১১ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মস্কো থেকে ৫০২ জন এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ৫২৪ জনকে আটক করা হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ায় বিক্ষোভবিরোধী আইন রয়েছে। দেশটিতে অনুমোদনহীন সমাবেশ করা বেআইনি।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইরিনা ভলক রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেছেন, কর্মকর্তারা ছোট ছোট বিক্ষোভকে থামিয়ে দিয়েছেন। বেশ কয়েকটি অঞ্চলে অননুমোদিত জমায়েত করার চেষ্টা করা হয়েছিল। সেসব থামিয়ে দেওয়া হয়েছে। যারা আইন লঙ্ঘন করেছে, তাদের থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার ৩ লাখ রিজার্ভ সৈন্য ইউক্রেনে পাঠানোর আদেশ দিয়েছেন। এরপর রাশিয়া থেকে যাওয়া একমুখী ফ্লাইটের ভাড়া বেড়ে গেছে এবং টিকিট বিক্রিও বেড়েছে।
একজন বিক্ষোভকারী বলেছেন, ‘রাশিয়ার হাজার হাজার পুরুষকে—আমাদের বাবা, ভাই, স্বামীদের যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে। তারা কী জন্য মরবে? মা ও শিশুরা কেন কাঁদবে?’
মস্কোর প্রসিকিউটর অফিস বিক্ষোভকারীদের সতর্ক করে বলছে, বিক্ষোভ সংগঠিত করলে বা বিক্ষোভে অংশগ্রহণ করলে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর গতকাল বুধবার ছিল রাশিয়ায় প্রথম দেশব্যাপী যুদ্ধবিরোধী বিক্ষোভ।
ইউক্রেন যুদ্ধে আরও সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পর রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ থেকে রুশ নিরাপত্তা বাহিনী অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তিকে আটক করেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভ পর্যবেক্ষণকারী স্থানীয় গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়াজুড়ে ৩৮টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩১১ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মস্কো থেকে ৫০২ জন এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ৫২৪ জনকে আটক করা হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ায় বিক্ষোভবিরোধী আইন রয়েছে। দেশটিতে অনুমোদনহীন সমাবেশ করা বেআইনি।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইরিনা ভলক রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেছেন, কর্মকর্তারা ছোট ছোট বিক্ষোভকে থামিয়ে দিয়েছেন। বেশ কয়েকটি অঞ্চলে অননুমোদিত জমায়েত করার চেষ্টা করা হয়েছিল। সেসব থামিয়ে দেওয়া হয়েছে। যারা আইন লঙ্ঘন করেছে, তাদের থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার ৩ লাখ রিজার্ভ সৈন্য ইউক্রেনে পাঠানোর আদেশ দিয়েছেন। এরপর রাশিয়া থেকে যাওয়া একমুখী ফ্লাইটের ভাড়া বেড়ে গেছে এবং টিকিট বিক্রিও বেড়েছে।
একজন বিক্ষোভকারী বলেছেন, ‘রাশিয়ার হাজার হাজার পুরুষকে—আমাদের বাবা, ভাই, স্বামীদের যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে। তারা কী জন্য মরবে? মা ও শিশুরা কেন কাঁদবে?’
মস্কোর প্রসিকিউটর অফিস বিক্ষোভকারীদের সতর্ক করে বলছে, বিক্ষোভ সংগঠিত করলে বা বিক্ষোভে অংশগ্রহণ করলে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর গতকাল বুধবার ছিল রাশিয়ায় প্রথম দেশব্যাপী যুদ্ধবিরোধী বিক্ষোভ।
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
৯ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১০ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
১০ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
১১ ঘণ্টা আগে