অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ থেকে ‘শয়তানদের’ বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেনীয়দের প্রতি এই আহ্বান জানান। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনীয়রা রুশ আক্রমণ প্রতিহত করে এখনো টিকে আছে।’ এ সময় তিনি ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান। কিয়েভের গোপন স্থান থেকে দেওয়া ওই বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গেছে। আপনাদের বাইরে যেতেই হবে এবং আমাদের শহরগুলো থেকে এই “শয়তানদের” তাড়িয়ে দিতে হবে।’
এদিকে রুশ সেনাবাহিনী ইউক্রেনের শহর খেরসন দখল করে নেওয়ার পর সেখানে হাজারো ইউক্রেনীয় রুশ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ইউক্রেনের জাতীয় সংগীত। খেরসন ফিরে পেতে তাঁরা নানান স্লোগান দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘রাশিয়ানরা বাড়ি ফিরে যাও, খেরসন ইউক্রেনের।’
এর আগে, গত বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।
ইয়েভেন নামের স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতার জন্য আমাদের এই বিক্ষোভ।’
ইউক্রেনীয় বাহিনী খেরসনকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি রাতে আমরা ৬ থেকে ১০টি বিস্ফোরণের শব্দ শুনি। এটি মর্টারের মতো শোনায়। আমরা জানি না কে কাকে বোমা নিক্ষেপ করছে।’
ইয়েভেন আরও বলেন, ‘ঘরের বাইরে বের হলেই রুশ সেনারা গাড়ি থামিয়ে দিচ্ছে। তাঁরা গাড়ি সার্চ করছে। এমনকি তারা ফোনও সার্চ করছে। ফোন সার্চ করে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে সাহায্য করার প্রমাণ খুঁজছে। তালিকা ধরে ধরে তারা ইউক্রেনের আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে চায়।’
উল্লেখ্য, রাশিয়ার জন্য খেরসন দখল একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হলো ওই শহরের কৌশলগত অবস্থান।
ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ থেকে ‘শয়তানদের’ বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেনীয়দের প্রতি এই আহ্বান জানান। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনীয়রা রুশ আক্রমণ প্রতিহত করে এখনো টিকে আছে।’ এ সময় তিনি ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান। কিয়েভের গোপন স্থান থেকে দেওয়া ওই বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গেছে। আপনাদের বাইরে যেতেই হবে এবং আমাদের শহরগুলো থেকে এই “শয়তানদের” তাড়িয়ে দিতে হবে।’
এদিকে রুশ সেনাবাহিনী ইউক্রেনের শহর খেরসন দখল করে নেওয়ার পর সেখানে হাজারো ইউক্রেনীয় রুশ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ইউক্রেনের জাতীয় সংগীত। খেরসন ফিরে পেতে তাঁরা নানান স্লোগান দিচ্ছেন। তাঁরা বলছেন, ‘রাশিয়ানরা বাড়ি ফিরে যাও, খেরসন ইউক্রেনের।’
এর আগে, গত বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।
ইয়েভেন নামের স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতার জন্য আমাদের এই বিক্ষোভ।’
ইউক্রেনীয় বাহিনী খেরসনকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি রাতে আমরা ৬ থেকে ১০টি বিস্ফোরণের শব্দ শুনি। এটি মর্টারের মতো শোনায়। আমরা জানি না কে কাকে বোমা নিক্ষেপ করছে।’
ইয়েভেন আরও বলেন, ‘ঘরের বাইরে বের হলেই রুশ সেনারা গাড়ি থামিয়ে দিচ্ছে। তাঁরা গাড়ি সার্চ করছে। এমনকি তারা ফোনও সার্চ করছে। ফোন সার্চ করে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে সাহায্য করার প্রমাণ খুঁজছে। তালিকা ধরে ধরে তারা ইউক্রেনের আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে চায়।’
উল্লেখ্য, রাশিয়ার জন্য খেরসন দখল একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হলো ওই শহরের কৌশলগত অবস্থান।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৩০ মিনিট আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৪০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে