অনলাইন ডেস্ক
ইউক্রেন সংকটকে সামনে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনা আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদোমির জেলেনস্কি। জেলেনস্কি তাঁর সঙ্গে বৈঠকে বসে সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের প্রতি। রোববার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আলোচনাকালে তিনি এই আহ্বান জানান।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সমরসজ্জার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় জেলেনস্কি এই আহ্বান জানালেন।
জেলেনস্কি বলেন, ‘আমি জানি না, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট আসলে কি চান। তবে আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাশিয়া চাইলেই আলোচনার জন্য যেকোনো স্থান বেছে নিতে পারে এবং শান্তিপূর্ণ মীমাংসার স্বার্থে ইউক্রেন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েই যাবে।’
তবে ক্রেমলিন থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ও অস্ট্রিয়া তাঁদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে বলেছে।
জার্মান বিমান সংস্থা লুফথানসা এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্য একটি শহর ওডেসার সঙ্গে বিমান যোগাযোগ বাতিল করেছে। দেশটি আশঙ্কা করছে ব্ল্যাক সি তীরবর্তী ওডেসা রুশ হামলার অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে।
এ ছাড়া, কিয়েভস্থিত ন্যাটোর লিয়াজোঁ অফিস বলছে, তাঁরা তাঁদের কর্মীদের ব্রাসেলস ও পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত করছে।
এ দিকে, প্রায় ৮ বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলা পূর্ব ইউক্রেন সফরকালে বোমা হামলার শিকার হন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
ইউক্রেন সংকটকে সামনে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনা আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদোমির জেলেনস্কি। জেলেনস্কি তাঁর সঙ্গে বৈঠকে বসে সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের প্রতি। রোববার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আলোচনাকালে তিনি এই আহ্বান জানান।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সমরসজ্জার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় জেলেনস্কি এই আহ্বান জানালেন।
জেলেনস্কি বলেন, ‘আমি জানি না, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট আসলে কি চান। তবে আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাশিয়া চাইলেই আলোচনার জন্য যেকোনো স্থান বেছে নিতে পারে এবং শান্তিপূর্ণ মীমাংসার স্বার্থে ইউক্রেন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েই যাবে।’
তবে ক্রেমলিন থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ও অস্ট্রিয়া তাঁদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে বলেছে।
জার্মান বিমান সংস্থা লুফথানসা এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্য একটি শহর ওডেসার সঙ্গে বিমান যোগাযোগ বাতিল করেছে। দেশটি আশঙ্কা করছে ব্ল্যাক সি তীরবর্তী ওডেসা রুশ হামলার অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে।
এ ছাড়া, কিয়েভস্থিত ন্যাটোর লিয়াজোঁ অফিস বলছে, তাঁরা তাঁদের কর্মীদের ব্রাসেলস ও পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত করছে।
এ দিকে, প্রায় ৮ বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলা পূর্ব ইউক্রেন সফরকালে বোমা হামলার শিকার হন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৬ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৬ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৭ ঘণ্টা আগে