অনলাইন ডেস্ক
আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:
আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:
রাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
১ মিনিট আগেবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
১ ঘণ্টা আগেইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করায় ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরে ব্যবহৃত জাহাজ ও বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে। রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা
১ ঘণ্টা আগে