যুদ্ধে ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে, দাবি জেলেনস্কির

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১২: ৩৪
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৩: ০২

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

জেলেনস্কি বলেন, নিহত রুশ সেনার সংখ্যা প্রায় ৪০ হাজার। এ ছাড়া যুদ্ধে হাজার হাজার রুশ সেনা আহত এবং পঙ্গু হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পুরো বিশ্বজুড়েই দেখা দিয়েছে নানান সংকট। ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় গ্যাসের ব্যবহার কমানোর পথে হাঁটছে ইউরোপ। অন্যদিকে বন্দরগুলো অবরুদ্ধ থাকায় বন্ধ রয়েছে খাদ্য রপ্তানি। এতে করে খাদ্যসংকটের মুখে পড়েছে অনেক দিন।

ইউরোপে গ্যাস সরবরাহ কমানো প্রসঙ্গে এর আগে জেলেনস্কি বলেন, প্রতি মাসে অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। সন্ত্রাসী রাষ্ট্রটির লক্ষ্য ইউরোপীয়দের জীবন আরও খারাপ করা। শীত সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্যাস সরবরাহ কমানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত