অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩৯ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে