অনলাইন ডেস্ক
তুরস্কের হাতায়ে বিধ্বংসী ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই কন্যা শিশুটিতে উদ্ধার করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে সাহায্য সংস্থাগুলো যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় জরুরি সহায়তা পাঠানোর জটিলতা নিয়ে কাজ করছে।
বিশ্বের কয়েক ডজন দেশ অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) অনুসারে তুরস্কে মৃতের সংখ্যা ৪ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।
অপরদিকে সিরিয়ায় নিহতদের সংখ্যা ১ হাজার ৮৩২–এর কাছাকাছি। সিরিয়া সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুসারে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা ৮১২।
তুরস্কের হাতায়ে বিধ্বংসী ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই কন্যা শিশুটিতে উদ্ধার করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে সাহায্য সংস্থাগুলো যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় জরুরি সহায়তা পাঠানোর জটিলতা নিয়ে কাজ করছে।
বিশ্বের কয়েক ডজন দেশ অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) অনুসারে তুরস্কে মৃতের সংখ্যা ৪ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।
অপরদিকে সিরিয়ায় নিহতদের সংখ্যা ১ হাজার ৮৩২–এর কাছাকাছি। সিরিয়া সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুসারে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা ৮১২।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে