অনলাইন ডেস্ক
রাশিয়ার সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ চলমান রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পারমাণবিক উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেক সুলিভান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজ স্বার্থেই ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তবে তিনি জানিয়েছেন, মস্কোর কোন কোন ব্যক্তি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জেক সুলিভান এরই মধ্যে বিগত কয়েক মাসে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এবং ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতিবিষয়ক সহযোগী ইউরি উশাকভের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছেন।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেক সুলিভান রুশ নীতি নির্ধারকদের সঙ্গে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার যেন কোনোভাবেই না হয়, সেই বিষয়ে আলোচনা করেছেন। তবে, তাঁরা যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো দর-কষাকষি করেননি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন। তবে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ‘মানুষ তো অনেক কিছু দাবি করে।’ বিপরীতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ পশ্চিমা সংবাদপত্রগুলোকে ‘অসংখ্য প্রতারণাপূর্ণ তথ্য প্রকাশের’ দায়ে অভিযুক্ত করেছেন।
তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ পিয়েরে বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনার অধিকার রাখে। এমনকি জেক সুলিভান—যাকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম সিনিয়র উপদেষ্টা এবং যিনি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রশাসনকে চাপ দিয়ে যাচ্ছেন—বলেছেন মস্কোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে চলমান সংঘাত দ্বারা প্রভাবিত প্রতিটি দেশের স্বার্থেই।
ফলে বিষয়টি অনেকটাই স্পষ্ট যে, উভয় দেশ মুখে যাই বলুক—যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এখনো যোগাযোগ বিদ্যমান। জেক সুলিভানের মন্তব্য থেকে বিষয়টি স্পষ্ট।
রাশিয়ার সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ চলমান রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পারমাণবিক উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেক সুলিভান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজ স্বার্থেই ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তবে তিনি জানিয়েছেন, মস্কোর কোন কোন ব্যক্তি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জেক সুলিভান এরই মধ্যে বিগত কয়েক মাসে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এবং ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতিবিষয়ক সহযোগী ইউরি উশাকভের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছেন।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেক সুলিভান রুশ নীতি নির্ধারকদের সঙ্গে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার যেন কোনোভাবেই না হয়, সেই বিষয়ে আলোচনা করেছেন। তবে, তাঁরা যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো দর-কষাকষি করেননি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন। তবে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ‘মানুষ তো অনেক কিছু দাবি করে।’ বিপরীতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ পশ্চিমা সংবাদপত্রগুলোকে ‘অসংখ্য প্রতারণাপূর্ণ তথ্য প্রকাশের’ দায়ে অভিযুক্ত করেছেন।
তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ পিয়েরে বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনার অধিকার রাখে। এমনকি জেক সুলিভান—যাকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম সিনিয়র উপদেষ্টা এবং যিনি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রশাসনকে চাপ দিয়ে যাচ্ছেন—বলেছেন মস্কোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে চলমান সংঘাত দ্বারা প্রভাবিত প্রতিটি দেশের স্বার্থেই।
ফলে বিষয়টি অনেকটাই স্পষ্ট যে, উভয় দেশ মুখে যাই বলুক—যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এখনো যোগাযোগ বিদ্যমান। জেক সুলিভানের মন্তব্য থেকে বিষয়টি স্পষ্ট।
ভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
১৪ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
৩১ মিনিট আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
৩ ঘণ্টা আগে