অনলাইন ডেস্ক
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি সড়কে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রিভনে এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় গতকাল বলেন, একটি ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে। একটি যাত্রীবাহী বাস, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি জ্বালানি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, হতাহতের ব্যাপারে এর বেশি কিছু জানা যায়নি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় গত পরশু অন্তত ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, দোনেৎস্কের হামলায় তিনজন নিহত, দুজন আহত এবং আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভগ্লেদার শহরে পানি পান করার সময় হামলার শিকার হয়ে তিনজন মারা গেছেন। অন্যদিকে লামিন শহরে আরও তিনজন নিহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইতিমধ্যে ইউক্রেনের শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত মাসে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ পর্যন্ত ইউক্রেনের অন্তত তিন হাজার সৈন্য নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে দেড় শতাধিক শিশু নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটল।
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি সড়কে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রিভনে এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় গতকাল বলেন, একটি ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে। একটি যাত্রীবাহী বাস, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি জ্বালানি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, হতাহতের ব্যাপারে এর বেশি কিছু জানা যায়নি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় গত পরশু অন্তত ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, দোনেৎস্কের হামলায় তিনজন নিহত, দুজন আহত এবং আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভগ্লেদার শহরে পানি পান করার সময় হামলার শিকার হয়ে তিনজন মারা গেছেন। অন্যদিকে লামিন শহরে আরও তিনজন নিহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইতিমধ্যে ইউক্রেনের শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত মাসে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ পর্যন্ত ইউক্রেনের অন্তত তিন হাজার সৈন্য নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে দেড় শতাধিক শিশু নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটল।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
১৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৩৩ মিনিট আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
১ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
২ ঘণ্টা আগে