অনলাইন ডেস্ক
রুশ বাহিনীর দখল থেকে গত মাসে খেরসন শহরকে পুনরুদ্ধার করেছিল ইউক্রেন বাহিনী। সেই শহরে আবার হামলা শুরু করেছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের হামলায় অন্তত দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আঞ্চলিক গভর্নর বিবিসিকে বলেছেন, ‘বন্দর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর রুশ বাহিনীর ভারী গোলাবর্ষণের ফলে পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।’
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর খেরসনের দখল হারানো ছিল মস্কোর কাছে সবচেয়ে বড় ধাক্কা। কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এ বন্দরনগরী পুনর্দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। সম্প্রতি তারা এই শহরে বিদ্যুৎকেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শীতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় লাখ লাখ ইউক্রেনীয় সৈন্য বিদ্যুদ্বিহীন অবস্থায় তাদের আবাসস্থল উষ্ণ রাখতে পারছে না।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রুশ বাহিনীর ছোড়া শেলগুলো খেরসনের প্রধান প্রশাসনিক ভবন থেকে ১০০ মিটার দূরত্বে পড়েছে। আগের গোলাবর্ষণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ভবনটিতে একদিন পর আবার হামলা হলো।
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রুশ বাহিনীর গোলা হামলার শিকার হয়েছে একটি চিকিৎসাসহায়তা কেন্দ্র। সেখানে ৩২ বছর বয়সী একজন চিকিৎসাকর্মী ও ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে রুশ বাহিনী। খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেছেন, রাশিয়া নির্বিচারে বেসামরিক অবকাঠামোগুলোতে গোলাবর্ষণ করছে। সম্ভব হলে এই অঞ্চলের বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকেন।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছেন, হামলার কারণে লাখ লাখ ইউক্রেনীয় চরম কষ্টের মধ্যে আছেন। বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা হওয়ার কারণে মানবিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
এদিকে রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন বাহিনী এই অঞ্চলে সবচেয়ে বাজেভাবে আক্রমণ শুরু করেছে। রাশিয়ার নিয়োগ করা কর্মকর্তা আলেক্সি কুলেমজিন বলেছেন, এ অঞ্চলে অন্তত ৪০টি রকেট ছোড়া হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং আরও ৯ জন আহত হয়েছেন। এর বেশি বিস্তারিত কিছু জানাননি কুলেমজিন। তবে তিনি শহরের ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার সময় ভলকার তুর্ক বলেছেন, যুদ্ধের কারণে ১ লাখ ৮০ হাজার মানুষ মানবিক সংকটের মধ্যে পড়েছে। তাদের মানবিক সাহায্যের প্রয়োজন। এ সময় তিনি কিয়েভের বাইরে বুচা শহরে গণহত্যাসহ ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে রুশ বাহিনীর বেসামরিক লোকদের হত্যার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, রাশিয়ার জ্বালানিসন্ত্রাসকে পরাজিত করতে তার সাহায্যের প্রয়োজন।
জেলেনস্কি আরও বলেছেন, গত ছয় মাসে ইউক্রেন বাস্তবিক সাফল্য অর্জন করেছে এবং ইউক্রেন আকাশ সুরক্ষাব্যবস্থা তৈরি করেছে। গত বুধবারও রাজধানী কিয়েভে ১৩টি ড্রোন হামলা হয়েছিল, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী সেগুলো প্রতিহত করেছে।
রুশ বাহিনীর দখল থেকে গত মাসে খেরসন শহরকে পুনরুদ্ধার করেছিল ইউক্রেন বাহিনী। সেই শহরে আবার হামলা শুরু করেছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের হামলায় অন্তত দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আঞ্চলিক গভর্নর বিবিসিকে বলেছেন, ‘বন্দর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর রুশ বাহিনীর ভারী গোলাবর্ষণের ফলে পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।’
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর খেরসনের দখল হারানো ছিল মস্কোর কাছে সবচেয়ে বড় ধাক্কা। কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এ বন্দরনগরী পুনর্দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। সম্প্রতি তারা এই শহরে বিদ্যুৎকেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শীতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় লাখ লাখ ইউক্রেনীয় সৈন্য বিদ্যুদ্বিহীন অবস্থায় তাদের আবাসস্থল উষ্ণ রাখতে পারছে না।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রুশ বাহিনীর ছোড়া শেলগুলো খেরসনের প্রধান প্রশাসনিক ভবন থেকে ১০০ মিটার দূরত্বে পড়েছে। আগের গোলাবর্ষণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ভবনটিতে একদিন পর আবার হামলা হলো।
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রুশ বাহিনীর গোলা হামলার শিকার হয়েছে একটি চিকিৎসাসহায়তা কেন্দ্র। সেখানে ৩২ বছর বয়সী একজন চিকিৎসাকর্মী ও ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে রুশ বাহিনী। খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেছেন, রাশিয়া নির্বিচারে বেসামরিক অবকাঠামোগুলোতে গোলাবর্ষণ করছে। সম্ভব হলে এই অঞ্চলের বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকেন।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছেন, হামলার কারণে লাখ লাখ ইউক্রেনীয় চরম কষ্টের মধ্যে আছেন। বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা হওয়ার কারণে মানবিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
এদিকে রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন বাহিনী এই অঞ্চলে সবচেয়ে বাজেভাবে আক্রমণ শুরু করেছে। রাশিয়ার নিয়োগ করা কর্মকর্তা আলেক্সি কুলেমজিন বলেছেন, এ অঞ্চলে অন্তত ৪০টি রকেট ছোড়া হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং আরও ৯ জন আহত হয়েছেন। এর বেশি বিস্তারিত কিছু জানাননি কুলেমজিন। তবে তিনি শহরের ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার সময় ভলকার তুর্ক বলেছেন, যুদ্ধের কারণে ১ লাখ ৮০ হাজার মানুষ মানবিক সংকটের মধ্যে পড়েছে। তাদের মানবিক সাহায্যের প্রয়োজন। এ সময় তিনি কিয়েভের বাইরে বুচা শহরে গণহত্যাসহ ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে রুশ বাহিনীর বেসামরিক লোকদের হত্যার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, রাশিয়ার জ্বালানিসন্ত্রাসকে পরাজিত করতে তার সাহায্যের প্রয়োজন।
জেলেনস্কি আরও বলেছেন, গত ছয় মাসে ইউক্রেন বাস্তবিক সাফল্য অর্জন করেছে এবং ইউক্রেন আকাশ সুরক্ষাব্যবস্থা তৈরি করেছে। গত বুধবারও রাজধানী কিয়েভে ১৩টি ড্রোন হামলা হয়েছিল, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী সেগুলো প্রতিহত করেছে।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
২২ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
১ ঘণ্টা আগে