অনলাইন ডেস্ক
ইউক্রেনের ‘আঞ্চলিক অখণ্ডতা’ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আলাপ-আলোচনারই সুযোগ নেই। সোমবার ইউক্রেন সফররত জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে শলৎস বলেন, ‘ইউক্রেন সীমান্তে সামরিক কর্মকাণ্ড চালানোর কোনো উপযুক্ত কারণ নেই। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। আমরা আশা করি, রাশিয়া এই সংকট সমাধানে পরিষ্কার পদক্ষেপ নেবে।’
ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে রাশিয়ার ওপর অবরোধ এবং আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।
ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তাই ইউরোপের নিরাপত্তা।’
এ দিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সম্ভাব্য যুদ্ধ এড়াতেই সোমবার সকালে ইউক্রেন যান জার্মানির চ্যান্সেলর। শলৎসের এই সফরটিকে ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে—এমন বার্তা দিতেই কিয়েভ সফর করছেন তিনি।
গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওলাফ শলৎস। দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন সংকট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য শুরু থেকেই এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই
ইউক্রেনের ‘আঞ্চলিক অখণ্ডতা’ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আলাপ-আলোচনারই সুযোগ নেই। সোমবার ইউক্রেন সফররত জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে শলৎস বলেন, ‘ইউক্রেন সীমান্তে সামরিক কর্মকাণ্ড চালানোর কোনো উপযুক্ত কারণ নেই। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। আমরা আশা করি, রাশিয়া এই সংকট সমাধানে পরিষ্কার পদক্ষেপ নেবে।’
ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে রাশিয়ার ওপর অবরোধ এবং আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।
ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তাই ইউরোপের নিরাপত্তা।’
এ দিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সম্ভাব্য যুদ্ধ এড়াতেই সোমবার সকালে ইউক্রেন যান জার্মানির চ্যান্সেলর। শলৎসের এই সফরটিকে ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে—এমন বার্তা দিতেই কিয়েভ সফর করছেন তিনি।
গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওলাফ শলৎস। দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন সংকট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য শুরু থেকেই এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৮ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৮ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৯ ঘণ্টা আগে